
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফটোকার্ড বেশ ভাইরাল হয়েছে, যার মাধ্যমে দাবি করা হচ্ছে যে ভারতের বিদেশমন্ত্রক নাকি আসন্ন বাংলাদেশ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ছবি দিয়ে ভাইরাল হওয়া এই ফটোকার্ডে লেখা হয়েছে, "এবারের নির্বাচনে তারেক রহমানকে পুর্ন সমর্থন করবে ভারত।"
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি বিভ্রান্তিকর। ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি।
সত্য উদঘাটন
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক যদি সত্যিই এই ধরনের কোনও পক্ষ নিয়ে মন্তব্য করত, তবে সেই সংক্রান্ত খবরও নানা সংবাদ মাধ্যমে প্রকাশ পেত। কিন্তু কিওয়ার্ড সার্চের মাধ্যমে এমন কোনও খবর খুঁজে পাওয়া যায়নি।
বরং বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কী বলেছে, সেই সংক্রান্ত কি সার্চ করা হলে বেশ কিছু প্রতিবেদন পাওয়া যায়, যেখানে জানা যায় ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা "মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক ভোট" চায়।
প্রসঙ্গত উল্লেখ্য, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ ফিরে আসেন। এরপর গত ৩০ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যু হলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা যান। সেখানে গিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি খালেদা পুত্র তারেকের হতে তুলে দেন। তবে এই গোটা সাক্ষাৎপর্বে দুজনের কী কথপোকথন হয়েছে, সেই প্রসঙ্গে কোনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে কোনও খবর মেলেনি।
ভাইরাল ফটোকার্ডটি গুগল লেন্সে মাধ্যমে খোঁজা হলে দেখা যায়, এই কার্ডটি সবার প্রথম আশার আলো নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। পেজটির বিবরণ থেকে জানা যায়, এটি একটি বিনোদনমূলক পেজ এবং এর পোস্টগুলিও ব্যাঙ্গাত্মক।
সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে একটু বিনোদন পেজের পোস্টকে আসল খবর ভেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভারত বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করবে বলে জানিয়েছে।
ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কোনও রাজনৈতিক দলকে আসন্ন নির্বাচনে সমর্থন জানায়নি। মূল পোস্টটি একটি ব্যঙ্গাত্মক পেজ থেকে নেওয়া।