লোকসভা ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমেঠির বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও তাঁর পরিবারের ধর্মীয় পরিচয় সংক্রান্ত একটি পোস্ট। যেখানে উল্লেখ করা হয়েছে, বিজেপি নেত্রী স্মৃতি ইরানির আসল নাম 'জুবিনা জুবিন ইরানি'। অন্যদিকে তাঁর স্বামীর নাম 'জুবিন আব্দুল ইরানি' এবং ছেলের নাম 'যোহর জুবিন ইরানি'।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে লেখা আছে, “স্মৃতি ইরানীর আসল নাম জুবিনা জুবিন ইরানী। স্বামীর নাম জুবিন আব্দুল ইরানী। ছেলের নাম জোহর জুবিন ইরানী। সেজে বসেছে কট্টর সনাতনী। এটাই বিজেপির ভন্ডামি।” ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “অন্ধ ভক্তের সনাতনী মা।” (ছবির লেখা এবং ক্যাপশনের সব বানান অপরিবর্তিত।) এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
এই পোস্টগুলিতে স্মৃতি ইরানির নামের আগে ব্যবহৃত ‘জুবিনা’ এবং তাঁর স্বামীর নামের সঙ্গে ব্যবহৃত ‘আব্দুল’ শব্দ দুটি সাধারণত মুসলিমদের নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সরাসরি উল্লেখ করা না হলেও এই নামগুলির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে স্মৃতি ইরানি ও তাঁর পরিবার মুসলিম ধর্মানুসারী। কিন্তু রাজনৈতিক স্বার্থের কারণে তাঁরা হিন্দু সেজে আছেন।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে স্মৃতি ইরানির নামের সঙ্গে কোনও ‘জুবিনা’ এবং তাঁর স্বামীর নামের সঙ্গে কোনও ‘আব্দুল’ শব্দ নেই। ভাইরাল দাবিটি সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ঠিক কোন ধর্ম বিশ্বাস করেন আমরা সেই তথ্য খুঁজে বার করার চেষ্টা করি। তাই স্মৃতি ইরানির ধর্মীয় পরিচয় জানতে আমরা বিভিন্ন কিওয়ার্ড সার্চ করি। তখন আমরা ২০২২ সালের ২৪ নভেম্বর ‘টাইমস নাও’তে স্মৃতি ইরানির একটি সাক্ষাৎকার দেখতে পাই।
যেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় একজন পার্সি ধর্মাবলম্বীকে বিয়ে করার পর তিনি কোন ধর্ম বিশ্বাস করেন, হিন্দু না পার্সি। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমি একজন গর্বিত হিন্দু যার পদবী ইরানি। পার্সিতে কোনও ধর্মান্তকরণের নিয়ম নেই। আর থাকলেও আমি একজন গর্বিত হিন্দু, কখনও ধর্মান্তরিত হতাম না।” এর থেকে স্পষ্ট হয় যে স্মৃতি ইরানির স্বামীর ধর্মীয় পরিচয় পার্সি হলেও তিনি স্বামীর ধর্ম গ্রহণ করেননি। তিনি নিজেকে হিন্দুই মনে করেন।
এরপর আমরা স্মৃতি ইরানি ও তাঁর স্বামীর আসল নাম খোঁজার চেষ্টা করি। এই উদ্দেশ্যে আমরা ভারত সরকারে অফিশিয়াল ওয়েবসাইটে স্মৃতি ইরানির সাংসদ প্রোফাইল খুঁজে বার করি। সেখানে আমরা দেখতে পাই স্মৃতি ইরানির পুরো নাম স্মৃতি জুবিন ইরানি এবং তাঁর স্বামীর পুরো নাম জুবিন ইরানি। অন্যদিকে তাঁর বাবার নাম শ্রী অজয় কুমার মালহোত্রা এবং মায়ের নাম শ্রীমতী শিবানী বাগচী। অর্থাৎ জন্মসূত্রে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি একজন হিন্দু। যিনি ২০০১ সালে পার্সি ধর্মাবলম্বী জুবিন ইরানিকে বিয়ে করেন।
বিজেপি ২০২৪-এর লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানিকে উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন। এবং তিনি ইতিমধ্যে নমিনেশন দাখিলও করেছেন। তাই এরপর আমরা নির্বাচন কমিশনকে দেওয়া স্মৃতির ইরানির হলফনামায় তাঁর এবং তাঁর স্বামীর নাম খুঁজে বার করি। নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী স্মৃতি ইরানির পুরো নাম স্মৃতি জুবিন ইরানি এবং তাঁর স্বামীর নাম জুবিন ইরানি।
ভারত সরকারে অফিশিয়াল ওয়েবসাইট ও নির্বাচন কমিশনকে দেওয়া স্মৃতির ইরানির হলফনামাতে আমরা তাঁর নামের আগে ‘জুবিনা’ ও তাঁর স্বামীর নামের আগে ‘আব্দুল’ দেখতে পাইনি। তবে ইন্ডিয়া টুডে সহ একাধিক প্রতিবেদনে আমরা দেখি স্মৃতি ইরানির ছেলের নাম যোহর ইরানি। যেটি একটি পার্সি শব্দ। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী যার অর্থ বিকাল।
এর থেকে প্রমাণ হয় যে স্মৃতি ইরানির নামের সঙ্গে কোনও ‘জুবিনা’ এবং তাঁর স্বামীর নামের সঙ্গে কোনও ‘আব্দুল’ শব্দ নেই। কোনও নির্ভরযোগ্য তথ্য বা সূত্র ছাড়ায এই দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
স্মৃতি ইরানির আসল নাম জুবিনা জুবিন ইরানি। অন্যদিকে তাঁর স্বামীর নাম জুবিন আব্দুল ইরানি।
স্মৃতি ইরানির নামের সঙ্গে কোনও ‘জুবিনা’ এবং তাঁর স্বামীর নামের সঙ্গে কোনও ‘আব্দুল’ শব্দ নেই। বরং স্মৃতি ইরানির পুরো নাম ‘স্মৃতি জুবিন ইরানি’ ও তাঁর স্বামীর নাম কেবলমাত্র ‘জুবিন ইরানি’।