Advertisement

ফ্যাক্ট চেক: তুষারাবৃত কাশ্মীরে চলছে বন্দে ভারত এক্সপ্রেস? না, ছবিগুলো AI নির্মিত

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে বরফাবৃত কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের দৃশ্য দাবিতে ভাইরাল ছবিগুলি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি। যদিও খুব শীঘ্রই কাশ্মীরে বন্দে ভারত চালু করা হবে বলে রেল সূত্রে খবর।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 12 Jan 2025,
  • अपडेटेड 2:47 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের তিনটি ছবি। যেখানে ট্রেনটিকে পাহাড়ে ঘেরা একটি বরফাবৃত অঞ্চলের মধ্যে দিয়ে চলতে দেখা যাচ্ছে। ছবিগুলি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটিতে তুষারাবৃত কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের চলার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিগুলি শেয়ার করে লিখেছেন, “বরফে ঢাকা কাশ্মীরে বন্দে ভারত, মনমুগ্ধকর দৃশ্য!” (সব বানান অপরিবর্তিত।) এই একই দাবি-সহ আরও পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে বরফাবৃত কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের দৃশ্য দাবিতে ভাইরাল ছবিগুলি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি। যদিও খুব শীঘ্রই কাশ্মীরে বন্দে ভারত চালু করা হবে বলে রেল সূত্রে খবর।

আরও পড়ুন

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল ছবিগুলি ভালো করে পর্যবেক্ষণ করার সময় আমরা লক্ষ্য করি সেগুলি সন্দেহজনক। কারণ বন্দে ভারত এক্সপ্রেস একটি বিদ্যুৎ চালিত ট্রেন। কিন্তু ছবিগুলিতে ট্রেনটি যে লাইন দিয়ে চলছে সেখানে আমরা কোনও বৈদ্যুতিক তার দেখতি পাইনি। যদিও একটি ছবিতে পাশের লাইনে এবং অন্য একটি ছবিতে ট্রেনটির একদম পিছনে বৈদ্যুতিক তার ও বৈদ্যুতিক খুঁটি দেখা গেলেও তার সঙ্গে ট্রেনের কোনও সম্পর্ক (কানেকশন) পাওয়া যায়নি। 

পাশাপাশি ছবিগুলি পর্যবেক্ষণ করার সময় আমরা সেগুলির প্রত্যেকটির ডান পাশের একদম নিচে ‘GROK’ লেখা দেখতে পাই। এখানে উল্লেখ্য ‘Grok’ বা ‘Grok AI’ হল টেসলা তথা এক্সের (টুইটার) মালিক ইলন মাস্কের উদ্যোগে তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চ্যাটবট। যেটির মাধ্যমে AI-এর সাহায্যে নিয়ে বিভিন্ন ছবি তৈরির পাশাপাশি একাধিক কাজ করা যায়। আর ভাইরাল পোস্টের প্রতিটি ট্রেনের ছবিতে ‘GROK’ লেখা দেখে আমাদের সন্দেহ হয় ছবিগুলি AI বা ‘Grok AI’এর সাহায্যে তৈরি করা হয়েছে। একই সঙ্গে ‘Trains of India’ নামক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর আরও দুটি ছবির সঙ্গে ভাইরাল ছবি তিনিটি শেয়ার করে AI-এর সাহায্যে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Advertisement

তবে এ বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে আমরা Hive AI DetectorTrueMedia, এবং Ai Detect Content-এর মত AI যাচাইকারী টুলের মাধ্যমে দেখার চেষ্টা করি ভাইরাল ছবিগুলি সত্যিই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে কিনা। প্রতিটি টুলই ছবিগুলিকে AI দ্বারা তৈরি করা হয়েছে বলে চিহ্নিত করেছে। নিচে এইসব ওয়েবসাইট বা টুলের ফলাফল দেখা যাবে।

Hive AI Detector:

এরপর আমরা আমাদের পরবর্তী অনুসন্ধানে কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল সংক্রান্ত তথ্য খোঁজার চেষ্টা করি। তখন ২০২৫ সালের ৫ জানুয়ারি Financial Express-এ এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, খুব শীঘ্রই কাটরা-শ্রীনগর রুটে চলবে কাশ্মীরের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। যদিও রেলওয়ের তরফে ইতিমধ্যেই জম্মু পর্যন্ত দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়। ২০১৯ সালের ৩ অক্টোবর চালু করা হয়, নয়াদিল্লি-এসএমভিডি কাটরা (২২৪৩৯/২২৪৪০) এবং ২০২৩ সালের ৩০ ডিসেম্বর চালু করা হয়, এসএমভিডি কাটরা-নয়াদিল্লির (২২৪৭৮/২২৪৭৭) বন্দে ভারত ট্রেন দুটি। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জম্মুতে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চাললেও কাশ্মীরে এখনও পর্যন্ত কোনও বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়নি। 

এরপর এই সংক্রান্ত পরবর্তী সার্চে ২০২৫ সালের ৬ জানুয়ারি কাটরা-শ্রীনগর রুটের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল সংক্রান্ত দ্য টাইমস অফ ইন্ডিয়াতে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানেও এই একই তথ্য-সহ রেলকে সূত্র হিসাবে উল্লেখ করে লেখা হয়েছে, “কাটরা এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেন পরিষেবাটি ২০২৫ সালের ২০ জানুয়ারির পর শুরু হবে।”

এর থেকে প্রমাণ হয় যে তুষারাবৃত কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেস চলার মনোমুগ্ধকর দৃশ্য দাবিতে স্যোশাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি ছবি।

Fact Check

Claim

ছবিগুলিতে পাহাড়ে ঘেরা বরফাবৃত কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের চলার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে।

Conclusion

যদিও খুব শীঘ্রই কাশ্মীরে বন্দে ভারত চালু করা হবে বলে রেল সূত্রে খবর। তবে ভাইরাল ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি। এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement