ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিয়ো উঠে আসছে। তেমনই একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি আন্ডারপাশের মধ্যে তিনটি মেয়েকে বিরক্ত করে কয়েকজন যুবক। সঙ্গে সঙ্গে মেয়েগুলো প্রতিবাদ করে তিনজনে মিলে ওই যুবকদের বেধড়ক পেটায়।
ভিডিয়োটি শেয়ার করে ফেসবুকে একজন লিখেছেন, "ফ্রান্সের একটি আন্ডারপাসে তিনটি ইসরাইলি মেয়ে দশটি ম্লেচ্ছ কে বুঝিয়ে দিলো ইসরাইলের মেয়েদের সাথে লাগতে এলে কি অবস্থা হয়..." (পোস্টের বানান অপরিবর্তিত)
যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, ভইডিয়োটি পুরোটাই একটি নাটক। এটি কোনও সত্যি ঘটনা নয়।
কীভাবে এগলো অনুসন্ধান?
ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে ২ নভেম্বর ইনস্টাগ্রামে একই ভিডিয়ো আমরা পোস্ট হতে দেখি। campus.univers.cascades নামের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল, সেখানে স্ট্রিট ফাইট, মার্শাল আর্ট ও কমব্যাট ট্রেনিংয়ের এমন আরও অনেক ভিডিয়ো রয়েছে এবং সবকটাই নাটক অর্থাৎ বানানো। কোনটাই সত্যি নয়।
এরপর আমরা দেখতে পাই ভিডিয়োটি ১২ সদস্যকে ট্যাগ করা হয়েছে। এদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম। তাঁদেরই একজন সদস্য লুকাস ডলফুস, যিনি ভিডিয়োটিতেও ছিলেন। তিনিই আমাদের নিশ্চিত করে করে জানান যে, ভিডিয়োটি কোনও বাস্তব ঘটনা নয়। বরং স্ট্রিট ফাইট প্রশিক্ষণের একটি অংশ।
ওই দলেরই আরও একজন সদস্য নাও পোটার্ড নিশ্চিত করেন যে ভিডিয়োটি কোনও সত্যি ঘটনা নয়।
সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, যুবকদের মারধরের ভিডিয়োটি সত্যি ঘটনা নয়। বরং একটি নাটক বা সাজানো ঘটনা।
ফ্রান্সের একটি আন্ডারপাসে তিনটি ইসরাইলি মেয়ে দশটি ছেলেকে বুঝিয়ে দিলো ইসরাইলের মেয়েদের সাথে লাগতে এলে কি অবস্থা হয়
যুবকদের মারধরের ভিডিয়োটি সত্যি ঘটনা নয়। বরং একটি নাটক বা সাজানো ঘটনা।