কিশোর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে নিয়ে এবার একটি দাবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে।
এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "দুষ্প্রাপ্য একটি ছবি। ফাঁসি কাঠ থেকে নামানোর পর ক্ষুদিরাম বসুর ছবি।"
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে জানতে পেরেছে এই ভাইরাল প্রতিবেদনটির দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা ছবিটিকে রিভার্স সার্চ করে ছবিটির সূত্র খুঁজে বের করার চেষ্টা করি।
দেখা যাচ্ছে ২০১৭ সালের একটি প্রতিবেদনে ইন্ডিয়া টাইমস এই ছবিটি ব্যবহার করেছিল। এই প্রতিবেদনে বলা হচ্ছে ছবিটি স্বাধীনতা সংগ্রামী বাজি রাউতের। ১৯৩৮ সালের অক্টোবর মাসে মাত্র ১৩ বছর বয়সে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার নীলকন্ঠপুর ঘাটে ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তিনি।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে ছবিটি ওড়িশা সরকারের ওয়েবসাইট থেকে পাওয়া গিয়েছে।
এখান থেকে সূত্র ধরে আমরা এবার ওড়িশা সরকারের ওয়েবসাইটে এই ছবিটি খুঁজে বের করার চেষ্টা করি। সরকারের একটি অনলাইন ম্যাগাজিনে আমরা এই ছবিটি খুঁজেও পাই।
সুতরাং, ওই পোস্টের দাবি বিভ্রান্তিকর। এই ছবিটি ক্ষুদিরাম বসুর নয়, ওড়িশার স্বাধীনতা সংগ্রামী বাজি রাউতের, যিনি ১৩ বছর বয়সে বৃটিশ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।
দুষ্প্রাপ্য একটি ছবি। ফাঁসি কাঠ থেকে নামানোর পর ক্ষুদিরাম বসুর ছবি।
এই ছবিটি ক্ষুদিরাম বসুর নয়, ওড়িশার স্বাধীনতা সংগ্রামী বাজি রাউতের, যিনি ১৩ বচিওর বয়সে বৃটিশ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।