কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গীতিকার জাভেদ আখতারের মেয়ের পোশাক দেখে নাকি হিজাবের পক্ষে সওয়ার তোলা ব্যক্তিরা মুখ বন্ধ করে নিয়েছেন।
বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে একজন তরুণীকে একটি গাড়ি থেকে নেমে অন্য একটি বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে নেটিজেনদের একাংশ দাবি করেছেন, এই তরুণীর নাম উর্ফি জাভেদ এবং তিনি গীতিকার জাভেদ আখতারের কন্যা।
ভিডিওটি শেয়ার করে হিন্দিতে যা লেখা হয়েছে তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "প্রিয়াঙ্কা গান্ধী বঢরার মন্তব্যে উৎসাহিত হয়ে লেখক জাভেদ আখতারের কন্যা উর্ফি জাভেদ বাইরে ঘুরতে এসেছেন, তাও আবার মদ্যপান করে। এর ফলে পুরো বোর্খা গ্যাং নিস্তব্ধ হয়ে গিয়েছে, এখন কেউ কিছু বলছে না।"
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুমের (আফয়া) অনুসন্ধানে উঠে এসেছে যে এই তরুণীর সঙ্গে সঙ্গে গীতিকার জাভেদ আখতারের কোনও সম্পর্ক নেই। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি সিরিয়াল অভিনেত্রী উর্ফি জাভেদ।
ভাইরাল ভিডিও-র সত্যতা জানতে সবার প্রথম আমরা জানার চেষ্টা করি জাভেদ আখতারের উর্ফি জাভেদ নামের আদৌ কোনও মেয়ে রয়েছে কিনা। কিওয়ার্ড সার্চের মাধ্যমে একটি ওয়েবসাইটে আমরা জাভেদ আখতারের সম্পূর্ণ বায়োডেটা দেখতে পাই। সেখান থেকে জানা যায়, গীতিকার জাভেদ আখতারের প্রথম স্ত্রী হানি ইরানির থেকে তাঁর দুই সন্তান রয়েছে। ফারহান আখতার ও জোয়া আখতার। উর্ভি জাভেদ নামের কারোর কথা সেখানে উল্লেখ করা হয়নি।
এবার আমরা জানার চেষ্টা করি যার ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই তরুণীটি আসলে কে। ভাইরাল ভিডিওতে "NBT Entertainments"-এর একটি লোগো দেখতে পাওয়া যাচ্ছিল। সেই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করায় নবভারত টাইমসের ফেসবুক পেজে আমরা আসল ভিডিওটি খুঁজে পাই। সেখানেও ওই তরুণীকে উর্ফি জাভেদ বলেই উল্লেখ করা হয়েছিল। যদিও তিনি জাভেদ আখতারের কন্যা এমনটা কোথাও লেখা হয়নি। একই সঙ্গে লেখা হয় যে উর্ফি যখন জিমে আসেন তখন ওই ভিডিওটি রেকর্ড করা হয়।
কে এই উর্ফি জাভেদ?
উর্ফি জাভেদের নামের কিওয়ার্ড ধরে সার্চ করায় আমরা জানতে পারি, তিনি একজন টেলিভিশন অভিনেত্রী যিনি একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। সেই সঙ্গে জনপ্রিয় শো বিগ বস ওটিটি সিজন ১-এও তাঁকে দেখা গিয়েছিল।
জাভেদ আখতারের সঙ্গে কী সম্পর্ক?
এই নিয়ে কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায় যে জাভেদ আখতারের সঙ্গে উর্ফির কোনও পারিবারিক, বা রক্তের সম্পর্ক নেই। গীতিকারের নাম ও অভিনেত্রীর পদবী একই হওয়ায় অনেকেই ভুল করে উর্ফিকে জাভেদ আখতারের মেয়ে বা নাতনি বলে থাকেন। জাভেদ আখতারের দ্বিতীয় স্ত্রী শাবানা আজমিও একাধিকবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবং এই বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছেন। হিন্দুস্তান টাইমস ও নবভারত টাইমসের মতো সংবাদ মাধ্যমেও এই নিয়ে খবর প্রকাশ হয়েছে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে যে ধরনের দাবি করা হচ্ছে তা সত্যি নয়।
ভিডিওতে যেই তরুণীকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি গীতিকার জাভেদ আখতারের কন্যা উর্ফি জাভেদ।
জাভেদ আখতারের উর্ফি জাভেদ নামের কোনও কন্যা নেই। ভিডিওতে থাকা তরুণী উর্ফি জাভেদ একজন টেলিভিশন অভিনেত্রী। তাঁর সঙ্গে জাভেদ আখতারের পরিবারের কোনও সম্পর্ক নেই।