এবার কর্ণাটকের হিজাব বিতর্ককে কেন্দ্র করে উঠে এলো পর্ন তারকা মিয়া খলিফার নাম।
এক ফেসবুক ব্যবহারকারী অসমিয়া ভাষায় একটি পোস্ট করেছেন, যার বাংলার তর্জমা, "গোটা বিশ্বকে নিজের শরীর দেখানোর পর এবার হিজাব সমর্থনে এগিয়ে এলেন মিয়া খলিফা।"
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা কিওয়ার্ড সার্চ করে খুঁজে দেখার চেষ্টা করি যে ভারতের হিজাব বিতর্কের পরে মিয়া খলিফা সত্যি সত্যিই এমন কোনও মতামত দিয়েছেন কিনা।
দেখা যাচ্ছে, ২০১৮ সালে নিউওয়ার্ক পোস্ট একটি প্রতিবেদনে জানিয়েছিল, হিজাব পরিহিত অবস্থায় একটি পর্ন মুভিতে অভিনয় করার জন্য আইসিসিস সংগঠন থেকে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের হিজাব বিতর্ক চালু হওয়ার পর মিয়া খলিফা কোনও মতামত দিয়েছেন - এমন কোনও খবর আমরা খুঁজে পায়নি।
বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা মিয়া খলিফার ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে যাই। কিন্তু সেখানেও আমরা হিজাব বিতর্ক নিয়ে তাঁর করা কোনও টুইট খুঁজে পায়নি।
ওয়েব্যাক মেশিনে গিয়েও আমরা দেখি যে মিয়া খালিফার হ্যান্ডেলের একটি মাত্র টুইটই আর্কাইভ করা রয়েছে। এই টুইটটি ১২ই জানুয়ারি করা হয়েছিল।
পোস্টে ব্যবহৃত ছবিটির সূত্র খুঁজে বের করতে এবার আমরা রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি অবলম্বন করি। দেখা যাচ্ছে, ২০১৫ সাল থেকেই এই ছবিটি বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ, ছবিটি পুরোনো।
সুতরাং এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
গোটা বিশ্বকে নিজের শরীর দেখানোর পর এবার হিজাব সমর্থনে এগিয়ে এলেন মিয়া খলিফা।
ভারতের হিজাব বিতর্ক নিয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি পর্ন তারকা মিয়া খলিফা। পোস্টে ব্যবহৃত ছবিটি পুরোনো। ২০১৫ সাল থেকে ছবিটি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।