Advertisement

ফ্যাক্ট চেক: ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন জানাতে মিস কল? না, 9090902024 নম্বরটি বিজেপির প্রচার অভিযানের অংশ

সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ছড়াচ্ছে। 9090902024 মোবাইল নম্বরটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন জানাতে নাকি নম্বরটি চালু করা হয়েছে। 

9090902024 নম্বরটি বিজেপির প্রচার অভিযানের অংশ9090902024 নম্বরটি বিজেপির প্রচার অভিযানের অংশ
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 20 Jul 2023,
  • अपडेटेड 7:13 PM IST

আজ, অর্থাৎ ২০ জুলাই থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়াচ্ছে যে, শীঘ্রই সংসদে অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ছড়াচ্ছে। 9090902024 মোবাইল নম্বরটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন জানাতে নাকি নম্বরটি চালু করা হয়েছে। 

নেটিজেনদের একাংশের দাবি, এই নম্বরে মিস কল দিলে ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন জানানো হবে। কয়েকজন এই বার্তাটি শেয়ার করে লিখছেন,  "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সমগ্র ভারতকে। ইউ.সি.সি. ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড আনতে চায়। এ জন্য দেশের নাগরিকদের মতামত দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই দুই দিনে ৪ কোটি মুসলমান এবং ০২ কোটি খ্রিস্টান ইউসিসির বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাই, শেষ তারিখের আগে, 6ই জুলাই, দেশের সমস্ত হিন্দুদের UCC-এর পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। UCC সমর্থন করতে এবং দেশকে বাঁচাতে অনুগ্রহ করে 9090902024 নম্বরে একটি মিসড কল দিন। আপনার কল UCC-এর সমর্থন হিসাবে রেকর্ড করা হবে এবং স্বীকার করা হবে। দয়া করে এই তথ্যটি সকল হিন্দুদের সাথে শেয়ার করুন। যারা 9090902024 নম্বরে মিসড কল দেন তাদের সবাইকে শুভেচ্ছা।" (পোস্টের বানান ও বাক্য় গঠন অপরিবর্তিত রাখা হয়েছে)

অর্থাৎ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টের দাবি অনুযায়ী, এই নম্বরে মিসকল দিলে নাকি ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সমর্থন নথিভুক্ত হবে।

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল পোস্টে থাকা নম্বরটি আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপির জনসমর্থন অভিযানের অংশ। ইউনিফর্ম সিভিল কোডের সঙ্গে এর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। 

কীভাবে জানা গেল সত্যি

এই নম্বরে ফোন করলে দেখা যাচ্ছে, কোনও জবাব ছাড়াই ফোন কেটে যাচ্ছে এবং এর পর মুহূর্তেই নম্বরে একটি এসএমএস আসছে। সেখানে লেখা থাকছে, "সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকারকে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ। মোদী সরকারের ৯ বছরের উপলব্ধি জানতে এখানে ক্লিক করুন।" অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই নম্বর বিজেপি পার্টির সঙ্গে জড়িত হতে পারে। 

Advertisement

এই নিয়ে কিওয়ার্ড সার্চ করার পর ভারতীয় জনতা পার্টির ভ্যারিফায়েড টুইটার হ্যান্ডেলে আমরা একটি টুইট খুঁজে পাই যা চলতি বছর ২৯ জুন শেয়ার করা হয়েছিল। সেই টুইটে চর্চিত এই নম্বরটি দেখা যায়। লেখা হয়, জনসম্পর্ক থেকে জনসমর্থন অভিযানে অংশীদার হতে 9090902024 নম্বরে মিসকল করুন। এই নিয়ে বিজেপির পক্ষ থেকে গত ৩০ মে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল।

এর থেকেই কার্যত পরিষ্কার হয়ে যায় যে এই নম্বরটি বিজেপির প্রচার অভিযানের। এই বিষয়ে আরও জানতে আমরা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানান যে, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে বিজেপির সমর্থন থাকলেও এই নম্বরটি লোকসভার প্রচার অভিযানের অংশ। এর সঙ্গে ইউনিফর্ম সিভিল কোডের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। 

প্রসঙ্গত, ভারতের আইন কমিশন গত ১৪ জুন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে উপর একটি নোটিস জারি করে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে সাধারণ জনগণ, রাজনৈতিক দল এবং অন্যান্যদের কাছ থেকে মতামত জানতে চেয়েছিল। 

ফলে পরিশেষে এ কথা বলাই চলে যে, আগামী লোকসভা নির্বাচনে জনসমর্থন জোগাড়ের জন্য বিজেপির চালু করা নম্বর মিথ্যে দাবিতে ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

  

Fact Check

Claim

9090902024- এই নম্বরে মিসকল দিলে ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সমর্থন নথিভুক্ত করা যাবে। 

Conclusion

9090902024 নম্বরটি আসন্ন লোকভা ভোট উপলক্ষ্যে বিজেপির প্রচারাভিযানের অংশ। এর সঙ্গে ইউনিফর্ম সিভিল কোডের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement