সম্প্রতি নেপালে হওয়া জেন-জ়ি আন্দোলনের প্রেক্ষাপটে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি সড়কে একদিকে বেশ কিছু যুবক-যুবতীকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। অপরদিকে নিরাপত্তাবাহিনী মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছে।
সেই স্লোগান চলাকালীন যখন নিরাপত্তাবাহিনীর এক সদস্য ওই যুবক-যুবতীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল জাতীয় কোনও বস্তু ছুড়ছে, তখন স্লোগানরত সকলে ছুটে পালাচ্ছে। ভিডিওটি পোস্ট করে একে উত্তর প্রদেশের ঘটনা বলে দাবি করা হচ্ছে। যেখানে নাকি এভাবেই জেন-জ়ি আন্দোলন শুরু হওয়ার আগেই তা শেষ করে দিয়েছে পুলিশ।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘উত্তর প্রদেশে Gen Z আন্দোলনের কিছু মুহূর্ত।’
আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশ নয়, বরং ঝাড়খণ্ডে হওয়া একটি মক ড্রিলের। এর সঙ্গে বাস্তবের কোনও আন্দোলনের কোনও সম্পর্ক নেই।
সত্য উন্মোচন হলো যেভাবে
এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখতে পাই যে একই ধরনের একটি পোস্টে একজন রিপ্লাইয়ে লিখেছেন যে, এটি ঝাড়খণ্ডের স্টিল সিটি বোকারোতে হওয়া একটি মক ড্রিলের দৃশ্য।
এই সূত্র ব্যবহার করে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করা একটি একই ধরনের ভিডিও আমরা খুঁজে পাই। ভাইরাল ভিডিওর মতো এই ভিডিওতে একই জায়গায়, হুবহু একই আন্দোলনরত ব্যক্তিদের এবং একই ধরনের নিরাপত্তাবাহিনী দেখা যাচ্ছে । ভিডিওতে ভয়েসওভারে বলা হয়েছে যে প্রশাসন বোকারোর রিতুডিহ এলাকায় একটি মক ড্রিল পরিচালনা করেছিল। ভিডিওটি দেখেও স্পষ্ট হয়ে যায় যে এটি আসল প্রতিবাদের দৃশ্য নয়।
এ বাদে গত ২৭ সেপ্টেম্বর বোকারো পুলিশের একটি এক্স হ্যান্ডেলে মক ড্রিল সম্পর্কিত একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টে একাধিক দিক থেকে ওই ড্রিলের ভিডিও ধারণ করা হয়েছে যা ভাইরাল ভিডিও-র সঙ্গে হুবহু মিলে যায়।
ভিডিওগুলি পোস্ট করে বোকারো পুলিশ ক্যাপশনে লেখে যে, দশেহরা বা বিজয়া দশমী উপলক্ষে বোকারোর প্যারেড গ্রাউন্ড এবং রিতুডিহ এলাকায় পুলিশ একটি মড ড্রিলের আয়োজন করেছিল। এই মক ড্রিলের মাধ্যমে পুলিশ কর্মীদের যেকোনো জরুরি অবস্থা মোকাবিলা এবং দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
সবমিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে ঝাড়খণ্ডের বোকারোতে হওয়া একটি মক ড্রিল তথা পুলিশ প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর প্রদেশে জেন-জ়ি আন্দোলন শুরুর আগেই কীভাবে তা বন্ধ করছে পুলিশ।
ভাইরাল ভিডিওটি ঝাড়খণ্ডের বোকারোতে হওয়া একটি মক ড্রিলের। এর সঙ্গে কোনও আন্দোলনের কোনও সম্পর্ক নেই।