Advertisement

ফ্যাক্ট চেক: মহারাষ্ট্রে সরকার বদলের পরই উদ্ধব ঠাকরের সম্পাদিত ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মহারাষ্ট্রের সদ্য় প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ফটোশপ করা ছবি ভাইরাল হল ফেসবুকে।

cover imagecover image
ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 11 Jul 2022,
  • अपडेटेड 10:58 AM IST

বেশ কয়েকদিন হল মহারাষ্ট্রে সরকার বদলেছে। কিন্তু তারপরও এই রাজ্যের নানা গতিবিধি নিয়ে মেতে রয়েছে সোশ্যাল মিডিয়া। সেই সূত্রেই এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি ছবি ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। 

ছবিটিতে দেখা যাচ্ছে, উদ্ধব ঠাকরে একটি সোফায় বসে টিভির পর্দায় চোখ রেখেছেন। এবং টিভিতে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশকে দেখা যাচ্ছে। 

সেই ছবি শেয়ার করে নেটিজেনদের একাংশ খোঁচা দেওয়ার মতো করে হিন্দিতে লিখেছেন যে, উদ্ধবের খারাপ সময় যেন শেষই হতে চাইছে না। 

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে পেয়েছে যে ভাইরাল ছবিটি আসলে সম্পাদিত। এটিতে কারসাজি করা হয়েছে। আসল ছবিতে উদ্ধব প্রধানমন্ত্রীর বৈঠকে অংশ নিয়েছিলেন। 

সবার প্রথম আমরা ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি। তখন টাইমস অব ইন্ডিয়া প্লাসের টুইটার হ্যান্ডেলে ওই একই ছবি দেখতে পাই। ছবিটি ২০২০ সালের এপ্রিল মাসে পোস্ট করা হয়েছিল। 

যদিও সেই ছবিগুলোতে কোথাওই শিন্ডে বা ফডনবীশকে দেখা যায়নি। বরং টিভি স্ক্রীনে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দেখা যাচ্ছিল। 

বেশ কিছু কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা এই একই ছবি খুঁজে বের করি মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে। উভয় জায়গাতে একই ছবি দেখার পর এটা স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ছবিটি আসল নয় এবং তাতে কারসাজি করা হয়েছে।

এই ছবির নেপথ্য কাহিনি ভারতে করোনা ভাইরাস সূচনার সময়। তখন করোনা মোকাবিলার ছক কষতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দফায় দফায় বৈঠক করতেন মোদী। যার মধ্যে উদ্ধবও শামিল ছিলেন। এই ছবিটি তখনই তোলা। 

সুতরাং, এটা পরিষ্কার হয়ে গেল যে উদ্ধব ঠাকরের ফটোশপ করা ছবি ভুল দাবির সঙ্গে ভাইরাল করা হচ্ছে।

Fact Check

Claim

ছবিতে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ যাওয়ার পর উদ্ধব ঠাকরে টিভিতে একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবীশকে দেখছেন।

Conclusion

ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে দু-বছর আগের যখন উদ্ধব করোনা সম্পর্কিত বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়েছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement