কিছু ফেসবুক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করে দাবি করেছেন যে নেপালকে আজ হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। দুটি জনসমাবেশের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "আজ নেপাল কে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছ। পৃথিবীর বুকে এই প্রথম হিন্দু রাষ্ট্। ধন্যবাদ জানাই তাদের কে, যাদের পরিশ্রমে নেপাল আজ হিন্দু রাষ্ট্র। জয় হিন্দুত্ব"।
ভাইরাল পোস্টটি আর্কাইভ করা হয়েছে এখানে।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। নেপাল এখনো পর্যন্ত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র।
২০১৫ সাল কে নেপালের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক বছর বলা যায়। এই বছরই নতুন সংবিধান প্রণয়ন করে নেপাল একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।
তবে গত বছর নভেম্বর মাস থেকে ফের উত্তাল হয় নেপালের রাজনীতি। বেশ কিছু রাজনৈতিক দল একত্র হয়ে লাগাতার বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাদের দাবি, নেপালে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনা হোক এবং নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক।
কিন্তু এখনো অবধি নেপালের সংবিধানে কোনো পরিবর্তন আনা হয় নি , এবং নেপাল এখনো পর্যন্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্রই রয়েছে।
ভাইরাল পোস্টটির দুটি ছবির মধ্যে একটি ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে করা নেপালের ঝাঁপা এলাকায় গতবছরের একটি জনসমাবেশ। অন্যটি, ২০১৫ সালের ছবি, নয়া দিল্লিতে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি তুলে বিক্ষোভ প্রদর্শনের ছবি।
আমরা সাম্প্রতিক কোনো বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন খুঁজে পাই নি যেখানে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছে বলে প্রামাণ্য তথ্য রয়েছে। সুতরাং, ফেসবুকের ভাইরাল এই পোস্টটির দাবি বিভ্রান্তিকর।
আজ নেপাল কে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছে ।
ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। নেপাল এখনো পর্যন্ত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র।