সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে পুলিশ এবং সাদা পোশাকের কিছু ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় ফেলে এক যুবককে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “##সারকার বলছে সাবকা সাথ সাবকা বিকাশ ##বিজেপির কি এহি ##বিকাশ ? এক আন্দোলন কারি ##লোকটা কে পিটিয়ে ##মেরে ফেললো। বিজেপির ##পুলিশ।।” পাশাপাশি ভিডিও ফ্রেমের উপরে লেখা হয়েছে, “সাবকা সাথ সাবকা বিকাশ এহি হ্যায় মোদি সরকার। জনগণ এই বিজেপি সরকারকে শিক্ষা দেবে।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর যুবককে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য হত্যা করা হয়নি। বরং এটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্ত্রীকে গুলি করে হত্যার অপরাধে অভিযুক্ত স্বামী অরবিন্দ পরিহারকে পুলিশের তরফে গ্রেফতার করার দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১২ সেপ্টেম্বর Gwalior Breaking নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওর যুবককে গোয়ালিয়রের রূপ সিং স্টেডিয়ামের বাইরে এক যুবতীকে প্রকাশ্যে গুলি করার অপরাধে পুলিশের তরফে তাকে মারধর ও গ্রেফতার করা হয়।
পাশাপাশি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি পর্যবেক্ষণ করলে অন্য ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তোলা এই ঘটনার আরও একাধিক ভিডিও পাওয়া যায়। এইসব ভিডিওর মধ্যে একটিতে অভিযুক্ত যুবককে আক্রান্ত ওই যুবতীকে গুলি করতেও দেখা গেছে। এমনকি প্রায় সবগুলো ভিডিওতে গুলিবিদ্ধ যুবতীকে রাস্তার উপরে পড়ে থাকতেও দেখা যায়।
তবে এখানে উল্লেখ্য, আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যেখানে পুলিশের মারে অরবিন্দের মৃত্যু হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাই এরপর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আমরা গোয়ালিয়র পুলিশের CSP নাগেন্দ্র সিং সিকারওয়ারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “অরবিন্দ পরিহারের মৃত্যু দাবিটি ভিত্তিহীন। বরং বর্তমানে সে সুস্থ আছে এবং আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।”
এর থেকে প্রমাণ হয় যে, মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী যুবককে পিটিয়ে হত্যা পুলিশের দাবি করে শেয়ার করা হচ্ছে স্ত্রী খুনে অভিযুক্ত যুবকের আটকের ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ।
ভিডিওর যুবককে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য হত্যা করা হয়নি। বরং এটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্ত্রীকে গুলি করে হত্যার অপরাধে অভিযুক্ত স্বামী অরবিন্দ পরিহারকে পুলিশের তরফে গ্রেফতার করার দৃশ্য।