Advertisement

ফ্যাক্ট চেক: অন্য মহিলার ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে উৎপল দত্তের কন্যা সম্পর্কিত দাবি

ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, বিভিন্ন পোস্টে যে মহিলার ছবি শেয়ার করা হয়েছে তাঁর নামও বিষ্ণুপ্রিয়া দত্ত। কিন্তু তিনি উৎপল দত্তের কন্যা তথা নাট্য শিল্পী বিষ্ণুপ্রিয়া দত্ত নন। তিনি কোনও আন্তর্জাতিক নাট্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হননি।

অন্য মহিলার ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে উৎপল দত্তের কন্যা সম্পর্কিত দাবিঅন্য মহিলার ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে উৎপল দত্তের কন্যা সম্পর্কিত দাবি
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 11 Aug 2023,
  • अपडेटेड 7:48 PM IST

বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র এবং নাটকের মঞ্চে উৎপত দত্ত এবং শোভা সেনা দুই উজ্জ্বল নক্ষত্র। এবার সংবাদ শিরোনামে তাঁদের কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, একটি খ্যাতনামা আন্তর্জাতিক নাট্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। যা ভারতের জন্য অত্যন্ত গর্বের।

এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, "কিংবদন্তী নাট্যকার উৎপল দত্ত ও শোভা সেনের কন্যা অধ্যাপিকা বিষ্ণুপ্রিয়া দত্ত ইন্টারন্যাশনাল থিয়েটার ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশকে গৌরববান্বিত করলেন । অধ্যাপিকা বিষ্ণুপ্রিয়াকে জানাই নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন।" (পোস্টের বানান অপরিবর্তিত)

এই দাবি-সহ আরও আরও পোস্ট দেখতে পাওয়া যাবে এখানে ও এখানে

আরও পড়ুন

কিন্তু ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, বিভিন্ন পোস্টে যে মহিলার ছবি শেয়ার করা হয়েছে তাঁর নামও বিষ্ণুপ্রিয়া দত্ত। কিন্তু তিনি উৎপল দত্তের কন্যা তথা নাট্য শিল্পী বিষ্ণুপ্রিয়া দত্ত নন। তিনি কোনও আন্তর্জাতিক নাট্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হননি।

কীভাবে এগলো অনুসন্ধান?

ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে প্রথমে আমরা উৎপল দত্তের কন্যা তথা নাট্যকর্মী বিষ্ণুপ্রিয়া দত্ত সম্পর্কে জানা চেষ্টা করি। চলতি বছরের ২৩ মার্চ একটি ইংরেজি ওয়েবসাইটে বিষ্ণুপ্রিয়া দত্ত ও নাটক সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয়েছিল। সেখানেই আমরা বিষ্ণুপ্রিয়া দত্তের ছবি দেখতে পাই এবং ওই প্রতিবেদনে তিনি নিজেকে উৎপল দত্তের কন্যা বলেও উল্লেখ করেছিলেন।  

এরপর আরও সার্চ করলে ANI-এর ওয়েবসাইটে আমরা বিষ্ণুপ্রিয়া দত্ত সম্পর্কিত আরও একটি খবর খুঁজে পাই। সেখানেও আমরা তাঁর ছবি দেখতে পাই এবং জানতে পারি তিনি দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর।  

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি ওয়েবসাইট থেকেও আমরা বিষ্ণুপ্রিয়া দত্ত সম্পর্কে তথ্য এবং তাঁর ছবি পাই । সেখানে উল্লেখ রয়েছে যে, তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ আর্টস অ্যান্ড অ্যাসথেটিক্স বিভাগের একজন প্রফেসর।

Advertisement

 

আরও সার্চ করলে দেখা যায়, International Federation for Theater Research সংস্থার প্রেসিডেন্ট বিষ্ণুপ্রিয়া দত্ত। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেও এর উল্লেখ রয়েছে।

 

এরপর পোস্ট করা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে Linkedin ওয়েবসাইটে বিষ্ণুপ্রিয়া দত্ত নামের একটি প্রোফাইলে ছবিটি দেখতে পাওয়া যায়। তবে তিনি কোনও নাট্যকর্মী নন, প্রোফাইলে থাকা তথ্যা অনুযায়ী বোঝা যায় ওই মহিলা একটি তথ্য-প্রযুক্তি সংস্থার কাজ করেন।

ইন্ডিয়া টুডের তরফে নাট্য শিল্পী তথা উৎপল দত্তের কন্যা বিষ্ণুপ্রিয়া দত্তের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে, তিনি গত ২৪ জুলাই International Federation for Theater Research সংস্থার প্রেসিডেন্টের নির্বাচিত হয়েছেন। এবং সোশ্যাল মিডিয়ায় যে ছবি ঘুরছে সেটা তাঁর নয়।

অবশেষে ভাইরাল ছবির সঙ্গে প্রফেসার বিষ্ণুপ্রিয়া দত্তের ছবির তুলনা করলে স্পষ্ট হয়ে যায় যে, দুটো ছবি আলাদা।

Fact Check

Claim

একজন মহিলার ছবি দিয়ে দাবি করা হয়েছে যে তিনি কিংবদন্তী নাট্যকার উৎপল দত্ত ও শোভা সেনের কন্যা অধ্যাপিকা বিষ্ণুপ্রিয়া দত্ত, যিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

Conclusion

যে মহিলার ছবি শেয়ার করা হয়েছে তাঁর নামও বিষ্ণুপ্রিয়া দত্ত। কিন্তু তিনি উৎপল দত্তের কন্যা তথা নাট্য শিল্পী বিষ্ণুপ্রিয়া দত্ত নন। তিনি কোনও আন্তর্জাতিক নাট্য সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হননি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement