Advertisement

ফ্যাক্ট চেক: বিহারে নীতীশ কুমারের সামনেই উঠল ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান? না, ভিডিওটি সম্পাদিত

আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে বা সভার সময় এই ধরনের কোনও স্লোগান উঠতে শোনা যায়।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 6:53 PM IST

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বিরোধীরাও এই অস্ত্রেই বিজেপির বিরুদ্ধে শান দিচ্ছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটি সভা চলাকালীন সেখানেই এই স্লোগান উঠেছে।

ভাইরাল ভিডিওতে নীতীশ কুমারের পাশে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিও-তে যখন মঞ্চে নীতীশ ও সম্রাট বসে রয়েছেন তখনই ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান উঠতে শোনা যাচ্ছে।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “#বিহারে বিজেপির জোটের সমাবেশের অবস্থা। ভোট চোর গদ্দি চোর।”  

আরও পড়ুন

আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে বা সভার সময় এই ধরনের কোনও স্লোগান উঠতে শোনা যায়।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে গত ২৫ সেপ্টেম্বর UP24 news-এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভাইরাল ভিডিওটি প্রায় ১ মিনিট ১৬ সেকেন্ডের। এতে "ভোট চোর গদি ছোড়" এর মতো কোনও স্লোগান শোনা যাচ্ছে না।

২৪শে সেপ্টেম্বর জেডিইউ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছে । এই ছবিগুলির মধ্যে একটিতে ভাইরাল ভিডিওতে থাকা ফুলদানির মতো একই ফুলদানি দেখা যাচ্ছে।

দৈনিক ভাস্করের একটি প্রতিবেদন অনুসারে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২৪শে সেপ্টেম্বর সাসারাম সফর করেন। তিনি ৯২১ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি এনডিএ কার্যকর্তা সংবাদ অনুষ্ঠানেও ভাষণ দেন।

বিহারে আজ তকের সাসারামের সাংবাদিক রঞ্জন কুমার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২৪ সেপ্টেম্বর সাসারামে চারটি ভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। "ভোট চোর, গদি ছোড়”-এর মতো স্লোগান কোথাও কোনও অনুষ্ঠানেই দেওয়া হয়নি বলে তিনি জানান।

Advertisement

তাহলে অডিওটি কোথাকার?

এই বিষয়ে সার্চ করা হলে ২৯ অগস্ট ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। যেখানে ভাইরাল ভিডিওর মতোই একটি সমাবেশে সেই একই স্লোগান দেওয়া হচ্ছে। এখানে স্লোগান শুনলে পরিষ্কার হয়ে যায় যে এই অডিওটি নীতীশ কুমারের ভাইরাল ভিডিওতে যোগ করা হয়েছে। তবে ইউটিউবের এই ভিডিওটি কোথাকার বা কবে রেকর্ড করা হয়েছে সেই বিষয়ে আজ তক ফ্যাক্ট চেক আলাদভাবে অনুসন্ধান করেনি।

সবমিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে বিহারে নীতীশ কুমারের সমাবেশে ভোট চোর গদি ছোড় স্লোগান ওঠার দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটির অডিও সম্পাদিত।

 

Fact Check

Claim

বিহারে নীতীশ কুমারের সমাবেশে উঠেছে ‘ভোট চোর গদি ছোড়’ স্লোগান।

Conclusion

ভাইরাল ভিডিওটি সম্পাদিত। এই ভিডিওটি গত ২৪ সেপ্টেম্বরের যখন বিহারের সাসারামে নীতীশ কুমার একটি সভায় অংশ নেন। সেখানে এই ধরনের কোনও স্লোগান ওঠেনি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement