২৩ সেপ্টেম্বর এক রাতের বৃষ্টির জেরে ডুবন্ত অবস্থা হয় শহর কলকাতার। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, কলকাতার বাবুঘাট এলাকায় নাকি টনের্ডো, অর্থাৎ ঘূর্ণিঝড় দেখা গিয়েছে। ভিডিওতে নদীর উপর থাকা ইস্পাতের একটি ব্রিজের নিকটে ওই ঘূর্ণিঝড় হতে দেখা যাচ্ছে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “কলকাতার বাবুঘাটে দেখা গেল এক বিরল মেঘ।মিনি টর্নেডো, ভাসলো কলকাতা, রেকর্ড বৃষ্টি, 4 ঘণ্টায় 400 মিলি।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি কয়েকমাস পুরনো, এবং এর সঙ্গে সাম্প্রতিক দুর্যোগের কোনও সম্পর্ক নেই। সেই সঙ্গে ভিডিওটি কলকাতারও নয়।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিওটি পাওয়া যায় একটি এক্স হ্যান্ডেলে, যা গত ২৩ মে পোস্ট করা হয়েছিল। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। অন্তত মাসতিনেক আগেকার।
যদিও ক্যাপশনে দাবি করা হয়েছিল যে ভিডিওটি কলকাতার বাবুঘাট এলাকার, তবে রিপ্লাইয়ে অনেকেই লেখেন যে এটি কলকাতার ঘটনা নয় বরং উত্তর ২৪ পরগনার নৈহাটি শহরের।
এই সূত্র ধরে আমরা গুগল ম্যাপে ঠিক ওই স্থানটি খুঁজে বের করি যেখান থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। যেহেতু ভিডিওটিতে একটি নদী ও তার উপরে তৈরি ইস্পাতের সেতু দেখা যাচ্ছে, তাই সার্চ করে দেখা যায় যে নৈহাটি সংলগ্ন ব্রিজ হুগলী নদীর ওপর একটি-ই রয়েছে। তা হলো জুবিলি ব্রিজ।
গুগল ম্যাপে স্ট্রিট ভিউয়ের সাহায্যে খোঁজা হলে হুগলী নদীর পশ্চিম পাড়ে ঠিক ওই একই জায়গা খুঁজে পাওয়া যায় যেখান থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। সেখান থেকে ঠিক একই ভাবে জুবিলি ব্রিজ, ও একটি জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বুঝতে বাকি থাকে না যে দুটি ভিডিও একই জায়াগার ও ভাইরাল ভিডিওটি নৈহাটির।
এরপর আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা খোঁজার চেষ্টা করি মাসতিনেক আগে নৈহাটিতে এই ধরনের কোনও টর্নেডো বা ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল কিনা। তখন জ়ি ২৪ ঘণ্টার একটি রিপোর্ট পাওয়া যায় যা গত ২২ মে প্রকাশ পেয়েছিল। “হুগলিতে টর্নেডো! গঙ্গা থেকে উঠে আসে 'পাক খাওয়া ঝড়'... লন্ডভন্ড সব...”— শিরোনামে প্রকাশিত এই রিপোর্টে জানা যায়, গত মে মাসে গঙ্গাবক্ষ থেকে একটি ঝড় ওঠে যা স্থানীয় বেশ কিছু এলাকায় তান্ডব চালায়। এই ঝড়ের চোটে বেশ কয়েকজন আহতও হন।
এ বাদেও ২০২১ সালের মে মাসে হুগলি ও ব্যান্ডেল এলাকায় একই ধরনের একটি টর্নেডো সৃষ্টি হয়েছিল। সেই ছোট আকৃতির ঘূর্ণিঝড়েও তান্ডব চলে। বহু ক্ষয়ক্ষতি হয়।
যদিও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে ভাইরাল ভিডিওটি ঠিক কবেকার, তবে এই ভিডিওটি যে পুরনো, কলকাতার নয় এবং সাম্প্রতিক দুর্গোযের সঙ্গেও কোনও সম্পর্ক নেই, তা নিশ্চিতভাবে বলা যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে দুর্যোগের আবহে কলকাতার বাবুঘাটে একটি টর্নেডোর সৃষ্টি হয়েছে।
ভাইরাল ভিডিওটি অন্তত মে মাস থেকেই ইন্টারনেটে রয়েছে। এটি কলকাতার নয় বরং উত্তর ২৪ পরগনার নৈহাটি জুবিলি ব্রিজের কাছের ঘটনা।