বিগত কয়েক মাস যাবৎ পাকিস্তানের পশ্চিমাঞ্চল বালুচিস্তানে অশান্ত পরিস্থিতি বিরাজমান। পাকিস্তানী শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে বিএলএ বা বালোচ লিবারেশন আর্মি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে বালুচিস্তানে নাকি ভারতীয় পতাকা ওড়ানো হচ্ছে।
এই ভিডিওতে দুই ধরনের পতাকা, কালো এবং ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখা যাচ্ছে এবং হিজাব পরিহিত বেশ কয়েকজন মহিলাকে একটি মিছিলে অংশ নিতে দেখা যাচ্ছে। এই মিছিলেই এই দুই ধরনের পতাকা ওড়ানো হচ্ছে। ভিডিওটি পোস্ট করে এই দৃশ্য বালুচিস্তানের বলে দাবি করা হয়েছে।
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি বেলুচিস্তান নয় বরং ভারতেরই মহারাষ্ট্রের।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে সেগুলো সবার প্রথম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও দেখা যায় টাইম মহারাষ্ট্র নামের একটি ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে।
গত ২৮ এপ্রিল পোস্ট হওয়া সেই ভিডিওটির মারাঠি ক্যাপশন অনুবাদ করে জানা যায়, জিতেন্দ্র আওহাদ নামে এক ব্যক্তি মাথায় কালো ফেট্টি বেঁধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন। ভিডিওটি মহারাষ্ট্র, পহেলগাঁও হামলা, কাশ্মীর, এনসিপি, জঙ্গি হামলা এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল। যা থেকে অনুমান করা যায় ভিডিওটি পহেলগাঁও হামলার প্রতিবাদে মহারাষ্ট্রে কোনও এলাকার হতে পারে এবং এর সঙ্গে শরদ পওয়ারের দল এনসিপির কোনও যোগ থাকতে পারে।
এই সূত্র ধরে সার্চ করা হলে ওই একই বিক্ষোভ মিছিলের অন্যান্য ভিডিও পাওয়া যায় টিভি৯ মারাঠির ইউটিউব চ্যানেলে যা গত ২৫ এপ্রিল আপলোড করা হয়েছিল। সেই ভিডিও থেকে জানা যায়, জিতেন্দ্র আওহাদ বর্তমানে শরদ পওয়ার গোষ্ঠীর বিধায়ক এবং তিনি পহেলগাঁও-তে হওয়া জঙ্গি হামলার প্রতিবাদে মহারাষ্ট্রের থানে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেছিলেন।
থানে ওয়াচ নামের স্থানীয় সংবাদ মাধ্যমের ফেসবুক পেজেও এই প্রতিবাদটি লাইভ সম্প্রচার করা হয়েছিল গত ২৫ এপ্রিল। ফলে এর থেকে এক কথায় পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি বেলুচিস্তানের নয়।
বেলুচিস্তানে কি সম্প্রতি ভারতের পতাকা উড়েছে?
কিওয়ার্ড সার্চের মাধ্যমে এমন কোনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের রিপোর্ট পাওয়া যায়নি যা থেকে প্রমাণ হয় যে বেলুচিস্তানে সম্প্রতি ভারতের পতাকা উড়েছে। তবে ২০১৬ সালের অগস্ট মাসে সংবাদ সংস্থা এএনআই-এর করা একটি এক্স পোস্টে।
ফলে সব মিলিয়ে বলাই যায় যে ভাইরাল ভিডিওটি বেলুচিস্তানের নয় এবং এর সঙ্গে বেলুচিস্তানে সম্প্রতি ভারতীয় পতাকা ওড়ানোর কোনও সম্পর্ক নেই।
ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের অংশ বালুচিস্তানে কীভাবে ভারতের জাতীয় পতাকা ওড়ানো হচ্ছে।
ভাইরাল ভিডিওটি গত ২৫ এপ্রিলের এবং মহারাষ্ট্রের থানে শহরের। পহেলগাঁও হামলার প্রতিবাদে সেখানে প্রতিবাদ মিছিল করা হচ্ছিল।