অতিবৃষ্টির জেরে সম্প্রতি গুজরাটের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে বিশেষত সুরাট শহর দীর্ঘ সময় জলমগ্ন হয়ে ছিল বলে একাধিক রিপোর্ট থেকে জানা যায়। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি জলমগ্ন রাস্তার মাঝের উঁচু জায়গা দিয়ে সারিবদ্ধভাবে মানুষজনকে যাতায়াত করতে দখা যাচ্ছে।
ভিডিওটি পোস্ট করে একে গুজরাটের সুরাট শহরের দৃশ্য বলে দাবি করা হয়েছে। যেখান লাগাতার বৃষ্টির জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও লেখা হয়েছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "ডবল ইঞ্জিন বিজেপি শাসিত #গুজরাটের #সুরাত, এতো উন্নয়ন যে সাধারণ মানুষকে কষ্ট করে টাকা খরচ করে সুইমিং পুলে যেতে হবে না! নিজের বাড়ির রাস্তায় ও অফিস যেতেই পেয়ে যাবে। বাংলা ডবল ইঞ্জিনের উন্নয়ন দেখে শিক্ষা নিয়ে নিয়েছে॥"
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি গুজরাট নয়, বরং রাজস্থানের। এবং অন্তত ৩ বছর আগেকার। সেই সময় রাজস্থানে কংগ্রেস সরকার ছিল।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করা হলে দেখা যায়, গত ২৪ জুন এই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এক ব্যক্তি লিখেছিলেন যে এটি সিকর শহরের ঘটনা। সিকর হলো রাজস্থানের একটি শহর।
এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে দেখা যায় এই একই ভিডিও ২০২২ সালেও পোস্ট করা হয়েছিল। ২০২২ সালের ৯ জুলাই কংগ্রেস নেতা গোবিং সিং ডোটাসরা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, তিনি আশা করছেন জেলা প্রশাসন শিগগিরই নিকাশির কাজ শুরু করবে। এর থেকে প্রমাণ হয় যে ভিডিওটি অন্তত তিন বছরের পুরনো, সাম্প্রতিক সময়ের নয়।
ওই কংগ্রেস নেতার পোস্ট অনুযায়ী, এই ভিডিওটি রাজস্থানের সিকর শহরের নভলগড় রোড এলাকার। এই সূত্র ধরে আমরা গুগল ম্যাপে ওই একই এলাকা খুঁজে বের করার চেষ্টা করি। ভাইরাল ভিডিওটির একদম শেষের অংশে The Home Store নামে একটি লাল রঙের দোকানের ব্যানার দেখা যাচ্ছে।
গুগল ম্যাপের স্ট্রিট ভিউতে গেলে The Home Store নামের ওই একই দোকান দেখতে পাওয়া যাবে। ঠিক তার উল্টোদিকে একটি তিনতলা ভবনও রয়েছে। খুব সম্ভবত সেই ভবনের ছাদ থেকে এই ভাইরাল ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২২ সালের জুলাই মাসের একাধিক রিপোর্ট পাওয়া যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে সেই সময় জমা জলের কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছিল সিকরে। এ বছরও অতিবর্ষণের কারণে সিকরে জল জমে গিয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে হওয়া বিধানসভা নির্বাচনে রাজস্থানে ক্ষমতা বদল হয়। কংগ্রেসকে সরিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং ভজন লাল শর্মা মুখ্যমন্ত্রী হন।
ফলে সবমিলিয়ে বলাই যায় যে ভিডিও-র দাবি অর্ধসত্য এবং বিভ্রান্তিকর।
এই ভিডিওটি গুজরাটের সুরাট শহরের যেখানে জমা জলে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না।
সুরাটে বাস্তবেই এমন পরিস্থিতি তৈরি হলেও এই ভিডিও রাজস্থানের সিকর শহরের এবং অন্তত ৩ বছর আগেকার। তখন কংগ্রেস সেখানে ক্ষমতায় ছিল।