Advertisement

ফ্যাক্ট চেক: বাংলাদেশে ট্রেনে পাথর ছোড়ার ভিডিও ভারতের ঘটনা দাবি করে ভুয়ো প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারতের বা ভারতীয় রেলের কোনও সম্পর্ক নেই। এটি বাংলাদেশের ঘটনা যা গত অক্টোবর মাসে ঘটেছিল।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 4:23 PM IST

একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের উপর একদল যুবকের পাথর ছোড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে মুসলিমদের পক্ষ থেকে ভারতীয় রেলে পাথর ছোড়া হচ্ছে।

ভিডিওটি পোস্ট করে তার সঙ্গে লেখা হয়েছে, “জেহাদিদের জেহাদ চলছে ভারতীয় রেলের উপর, সব কটা মাদ্রাসা ছাপ।” (ক্যাপশনের সকল বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারতের বা ভারতীয় রেলের কোনও সম্পর্ক নেই। এটি বাংলাদেশের ঘটনা যা গত অক্টোবর মাসে ঘটেছিল।

আরও পড়ুন

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও Nutshell Today নামের একটি বাংলাদেশি ফেসবুক পেজে পাওয়া যায়। এই ভিডিওতে আরও স্পষ্টভাবে ট্রেন ইঞ্জিনের সামনে বাংলা হরফে নম্বর লেখা দেখা যায়। যা থেকে মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটি বাংলাদেশের হতে পারে।

গত ২৭ অক্টোবর পোস্ট হওয়া সেই পেজের ভিডিওতে বাংলাদেশের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি শিরোনাম ও প্রতিবেদনের লিঙ্ক পাওয়া যায়। শিরোনামে লেখা হয়, “ভৈরবকে নতুন জেলা ঘোষণার দাবিতে ট্রেনে পাথর নিক্ষেপ, ২ যাত্রীসহ আহত কয়েকজন।”

এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে বাংলাদেশি সংবাদ মাধ্যম এনটিভি নিউজের ইউটিউব চ্যানেলে ওই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিও-র শিরোনামে লেখা হয়, “ভৈরবকে জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে পাথর নিক্ষেপ।”

এই বিষয়ে সার্চ করা হলে একাধিক নিউজ রিপোর্টও পাওয়া যায়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আজকের পত্রিকা, দৈনিক ইনকিলাবে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত একাধিক নিউজ রিপোর্ট থেকে জানা যায়, বাংলাদেশের কিশোরগঞ্জ এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারীদের একাংশ পাথর ছোড়ে ও ভাঙচুর চালায়।

Advertisement

সংবাদ সূত্র অনুযায়ী, প্রথমে স্টেশনে জড়ো হয়ে ছাত্র-জনতা রেলপথ অবরোধ শুরু করে। এরপর নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে এসে আটকা পড়লে আন্দোলনকারীদের একাংশ হঠাৎ উপকূল এক্সপ্রেস ট্রেনে বৃষ্টির মতো পাথর ছুড়তে শুরু করে। এ সময় ট্রেনের হেডলাইট ও কিছু গ্লাস ভাঙচুর করা হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও একই ধরনের দৃশ্য ২০১৯ সালে দেখা গিয়েছিল যখন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। তবে বর্তমানে এমন কোনও ঘটনা ঘটেনি। ফলে স্পষ্টতই দাবিটি বিভ্রান্তিকর।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে মুসলিম সমাজের যুবকেরা কীভাবে ভারতীয় রেলের ট্রেনে পাথর ছুড়ছে।

Conclusion

এই ভিডিওটি গত অক্টোবর মাসের এবং বাংলাদেশের কিশোরগঞ্জের। এর সঙ্গে ভারতীয় রেলের কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement