Advertisement

ফ্যাক্ট চেক: উত্তরপ্রদেশের ইস্তফার পথে ২০ বিজেপি বিধায়ক?

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করেছে দেখেছে, ২০ জন বিজেপি বিধাকয়ের ইস্তফা দেওয়ার দাবিতে যে সংবাদ প্রতিবেদনের ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেটি পুরনো। ভিডিয়োটি আসলে ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগের।

ফ্যাক্ট চেক: উত্তরপ্রদেশের ইস্তফার পথে ২০ বিজেপি বিধায়ক?
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 24 May 2023,
  • अपडेटेड 12:10 AM IST

বিভিন্ন বিতর্ক, আলোচনা-সমালোচনাকে পিছনে ফেলে, বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মসনদে বসেছেন যোগী আদিত্যনাথ। এরপর থেকে নানান কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ছড়িয়েছে তা একপ্রকার ঘুম কেড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ফেসবুকে একটি সংবাদ প্রতিবেদনের ভিডিয়ো পোস্ট করে নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছেন যে, উত্তরপ্রদেশ বিজেপির ২০ জন বিধায়ক নাকি ইস্তফা দেবেন।

ভিডিয়োটিতে , প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান সমাজবাদী পার্টির নেতা মুকেশ বর্মাকে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। অ্যাঙ্কারকে বলতে শোনা যাচ্ছে যে, আরও বিক্ষুদ্ধ বিধায়ক স্বামীপ্রসাদ মৌর্যর বাড়িতে রয়েছেন।

 

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করেছে দেখেছে, ২০ জন বিজেপি বিধাকয়ের ইস্তফা দেওয়ার দাবিতে যে সংবাদ প্রতিবেদনের ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেটি পুরনো। ভিডিয়োটি আসলে ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আগের।

কীভাবে এগলো অনুসন্ধান?

ভাইরাল সংবাদ প্রতিবেদনের ভিডিয়োটির কোণের দিকে টিভি নাইনের লোগো দেখতে পাওয়া যায়। সেই সূত্রে ধরে সোশ্যাল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করলেই আসল ভিডিয়োটি আমাদের সামনে চলে আসে।

TV9 Bharatvarsh-র ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৪ জানুয়ারি ভিডিয়োটি আমরা খুঁজে পাই।

ওই দিন, একই দাবি-সহ ভিডিয়োটি আপলোড করা হয়েছিল TV9 Bharatvarsh-র অফিসিয়াল ফেসবুক পেজেও।

২০২২ সালের ১৩ জানুয়ারি Hindustan Times ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে দিয়েছিলেন মুকেশ বর্মা। তিনি ছিলেন দলত্যাগকারী সপ্তম বিজেপি বিধায়ক। আরও এক প্রাক্তন বিজেপি নেতা স্বামীপ্রসাদ মৌর্যকে সমর্থন করে দল ছেড়েছিলেন তিনি।

Advertisement

একই দিনে NDTV-র ওয়েবসাইটেও খবরটি প্রকাশিত হয়েছিল।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় সার্চ করে আমরা সাম্প্রতিক সময়ের এমন কোনও সংবাদ প্রতিবেদন খুঁজে পাইনি। ফলে এখন এটা নিশ্চিত করে বলা যায় যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

দাবি

উত্তরপ্রদেশের ইস্তফার পথে ২০ বিজেপি বিধায়ক।

ফলাফল

ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement