পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনা বাহিনী। পরবর্তী পাকিস্তানি সেনার পাল্টা অক্রমণের চেষ্টা উভয় দেশের মধ্যে তৈরি করে যুদ্ধ পরিস্থিতি। আর এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ সংক্রান্ত একাধিক ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই দুটি ভিন্ন ভিডিও শেয়ার করে ভারতের উপরে পাকিস্তানি বিমান বাহিনীর হামলার দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
উদাহরণস্বরূপ, প্রথম ভিডিওটিতে বিমান বাহিনীর একজন পাইলটকে রক্তাক্ত অবস্থায় মাটিকে শুয়ে থাকতে এবং তাঁর পাশে বসে একজনকে তাঁকে শান্ত থাকার পরামর্শ দিতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “দেখেন এইটা যুদ্ধের সৌন্দর্য - ভারতীয় এই পাইলট আকাশে উঠেছিলো অনেক ধ্বংস করতে কিন্তু যখন ধরা পড়লো পাকিস্তানিদের আচরন কত অমায়িক। এটাই পাকিস্তান।”
অন্যদিকে দ্বিতীয় ভিডিওটিতে একটি ভেঙে পড়া বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে কিছু মানুষকে হাউ হাউ করে কাঁদতে এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীরা লিখেছেন, “ভারতের কয়েকটি গ্রাম ধংশ করে পাকিস্তান বিমান বাহিনী, ভারত মিডিয়া থেকে লোকিয়ে রাখার চেষ্টা।”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, প্রথম ভিডিওটি ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে দুটি সূর্য কিরণ যুদ্ধ বিমান ভেঙে পড়ার কারণে ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলটের আহত হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। অন্যদিকে দ্বিতীয় ভিডিওতে ২০২১ সালের ২৭ ডিসেম্বর চেন্নাইতে একটি বস্তি ভেঙে পড়ার দৃশ্য দেখা যাচ্ছে।
সত্য উন্মোচন হলো যেভাবে
প্রথম ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি Tv9 Kannada-র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনামে উল্লেখ করা হয়েছে, বেঙ্গালুরুতে দুটি সূর্য কিরণ জেট ভেঙে পড়ার পর গুরুতর আহত একজন পাইলটকে উদ্ধার করে স্থানীয়রা।
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বিমান ঘাঁটির কাছে মহড়ার সময় দুটি সূর্য কিরণ বিমান মাঝ আকাশে সংঘর্ষের কারণে ভেঙে পড়ে। এই ঘটনা ওই দুই বিমানে থাকা মোট ৩ জন পাইলটের মধ্যে দু’জন পাইলাট আহত অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন পাইলট প্রাণ হারিয়েছিলেন।
অন্যদিকে দ্বিতীয় ভিডিওটি পর্যবেক্ষণের সময় আমরা সেটির উপরে নিউজ ১৮ তামিলনাড়ুর একটি লোগো ও ওয়াটার মার্ক দেখতে পাই। উক্ত সূত্র ধরে ভিডিওটির সত্যতা জানতে এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড এবং ভিডিওর কিফ্রেম নিয়ে সেগুলি রিভার্স ইমেজ সার্চ করলে ২০২১ সালের ২৭ ডিসেম্বর নিউজ ১৮ তামিলনাড়ুর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ২৭ ডিসেম্বর তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের তিরুবোত্রিয়ুরে একটি পুরনো বস্তি ভেঙে পড়ে। আর নিজেদের বাসস্থানের এহেন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এর থেকে প্রমাণ হয় যে, ভারতের উপরে পাকিস্তানি বিমান বাহিনীর হামলার দৃশ্য দাবি করে ছড়ানো হচ্ছে পুরনো অসম্পর্কিত সব ভিডিও।
ভিডিও দুটিতে ভারতের উপরে পাকিস্তানি বিমান বাহিনীর হামলার দৃশ্য দেখা যাচ্ছে।
প্রথম ভিডিওতে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে দুটি সূর্য কিরণ যুদ্ধ বিমান ভেঙে পড়ার কারণে ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলটের আহত হওয়ার দৃশ্য এবং দ্বিতীয় ভিডিওতে ২০২১ সালের ২৭ ডিসেম্বর চেন্নাইতে একটি বস্তি ভেঙে পড়ার দৃশ্য দেখা যাচ্ছে।