Advertisement

ফ্যাক্ট চেক: বাংলাদেশ সীমান্তে ভারতীয় বায়ুসেনার মহড়া দাবিতে ছড়াল উত্তরপ্রদেশের পুরনো ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি শিলিগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে রাফাল যুদ্ধবিমান নিয়ে ভারতীয় বায়ু সেনার মহড়ার দৃশ্যের নয়। বরং সেটি চলতি বছরের ২ মে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমান বাহিনীর টেক অফ আর ল্যান্ডিং অনুশীলনের দৃশ্য।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 3:56 PM IST

ভারতের বিরুদ্ধে ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বাংলাদেশের একাধিক রাজনৈতিক দলের নেতারা। সম্প্রতি ঢাকায় এই একই অভিযোগ তুলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এমনকি ঢাকা এবং রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের সামনে প্রদর্শিত হয় বিক্ষোভ।

আর আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। যেখানে, ঘন কুয়াশার মধ্যে কোনও একটি স্থানে একটি যুদ্ধ বিমানকে মহড়া দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের ছাত্রনেতারা ভারতের সেভেন সিস্টার্স দখলের হুমকি দেওয়ার পরেই শিলিগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে রাফাল যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। 

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ব্রেকিং নিউজ : ১৭/১২/২০২৫ শিলিগুড়িতে ভারতের রাফাল যুদ্ধ বিমানের মহড়া - বাংলাদেশ সীমান্তে! বাংলাদেশে জঙ্গিবাদের ভারতের সেভেন সিস্টার  দখলের হুমকির কারণে বাংলাদেশের কপালে কি আছে। সেটা নিয়ে চিন্তিত দেশবাসী।” (সব বানান অপরিবর্তিত) 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি শিলিগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে রাফাল যুদ্ধবিমান নিয়ে ভারতীয় বায়ু সেনার মহড়ার দৃশ্যের নয়। বরং সেটি চলতি বছরের ২ মে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমান বাহিনীর টেক অফ আর ল্যান্ডিং অনুশীলনের দৃশ্য।

সত্য উন্মোচন

আরও পড়ুন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ২ মে সংবাদ সংস্থা ANI-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, “উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) তরফে টেক অফ আর ল্যান্ডিং সংক্রান্ত অনুশীলন চালিয়েছে। মূলত, যুদ্ধ বা বিশেষ জাতীয় জরুরি অবস্থার সময় বিকল্প রানওয়ে হিসেবে এক্সপ্রেসওয়েটির সক্ষমতা যাচাই করার জন্যই এই মহড়াটির আয়োজন করা হয়।”

Advertisement

এরপর এই সংক্রান্ত পরবর্তী এনডিটিভিতে এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ২ মে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়ের প্রায় ৩.৫ কিলোমিটার অংশে ভারতীয় বিমানবাহিনীর তরফে বহু প্রত্যাশিত ‘ল্যান্ড অ্যান্ড গো’ মহড়ার আয়োজন করা হয়। পাশাপাশি প্রতিবেদন থেকে আরও জানা যায়, গঙ্গা এক্সপ্রেসওয়েটিই ভারতের প্রথম কোনও এক্সপ্রেসওয়ে যেখানে কোনও যুদ্ধবিমান দিন ও রাত উভয় সময়েই অবতরণ করতে পারে। এই মহড়ায় অংশ নিয়েছিল ভারতীয় বায়ুসেনার SU-30 MKI, Mirage-2000, MiG-29, Jaguar, C-130J সুপার হারকিউলিস, AN-32 এবং MI-17 V5-এর মতো একাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার।

পাশাপাশি, এখানে উল্লেখ্য সম্প্রতি শিলিগুড়ি কিংবা ভারত-বাংলাদেশ সীমান্তের কোনও স্থানে বা সেনা ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার তরফে কোনও অনুশীলন বা মহড়া আয়োজন করার কোনও খবর পাওয়া যায়নি।

এর থেকে প্রমাণ হয় যে, শিলিগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়া দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে উত্তরপ্রদেশের পুরনো ভিডিও।

Fact Check

Claim

ভিডিওতে দেখা যাচ্ছে, সেভেন সিস্টার্স দখলের হুমকির পরেই শিলিগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে রাফাল যুদ্ধবিমান নিয়ে মহড়া দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী।

Conclusion

ভাইরাল ভিডিওটি শিলিগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তের নয়। বরং সেটি চলতি বছরের ২ মে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমান বাহিনীর টেক অফ আর ল্যান্ডিং অনুশীলনের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement