Advertisement

ফ্যাক্ট চেক: কেন্দ্রে ফের মোদীকে আনার বার্তা নীতীশের? বিরোধী বৈঠকের আবহে ঘুরছে পুরনো ভিডিয়ো

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে ভিডিয়োটি সাম্প্রতিক কোনও সময়ের নয়, বরং ২০১৯ সালের এপ্রিল মাসের।

কেন্দ্রে ফের মোদীকে আনার বার্তা নীতীশের? বিরোধী বৈঠকের আবহে ঘুরছে পুরনো ভিডিয়োকেন্দ্রে ফের মোদীকে আনার বার্তা নীতীশের? বিরোধী বৈঠকের আবহে ঘুরছে পুরনো ভিডিয়ো
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 25 Jun 2023,
  • अपडेटेड 4:27 PM IST

২০২৪-এর লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদচ্যুত করতে সম্প্রতি পাটনায় বৈঠকে বসেছিলেন দশেরও বেশি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা। সেই বৈঠকের সলতে পাকানোর কাজটি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেন্দ্রের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ করেছেন সকলেই।

একদিকে এই বৈঠকের খবর যখন সংবাদ শিরোনামে, তখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একদম বিপরীত একটা ভিডিয়ো। ১৯ সেকেন্ডের ওই ক্লিপে ফের একবার কেন্দ্রে মোদী সরকারকে নির্বাচিত করার জন্য নীতীশ কুমারকে আবেদন করতে দেখা যাচ্ছে। তিনি হিন্দিতে বলছেন, "মোদীজির নেতৃত্বে কেন্দ্রে ফের একবার সরকার হবে। আপনাদের কাছে আমি কী আবেদন করব, আপনাদের মুড এবং মেজাজ দেখেই বোঝা যাচ্ছে যে আপনারাও কেন্দ্রে ফের একবার মোদী সরকারকে চাইছেন।" সম্প্রতি ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করে একজন লিখেছেন, "নীতীশজি ও কেন্দ্রে মোদী সরকার চাইছেন...জয় শ্রীরাম"

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে ভিডিয়োটি সাম্প্রতিক কোনও সময়ের নয়, বরং ২০১৯ সালের এপ্রিল মাসের।

আরও পড়ুন

কীভাবে এগলো অনুসন্ধান?

পোস্ট হওয়া ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে একই ধরনের একটা ভিডিয়ো আমরা দেখতে পাই। ২০১৯ সালের ২০ এপ্রিল ভিডিয়োটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। হেডলাইন থেকে বোঝা যায়, বিহারের আরারিয়ায় একটি জনসভার ভিডিয়ো সেটি। যার ঠিক ২২.২২ সেকেন্ডে পোস্ট হওয়া ভিডিয়োর অংশটি খুঁজে পাওয়া যায়। সেখানে নীতীশ কুমারকে একই কথা বলতে শোনা যায়।

আরও সার্চ করলে বিজেপি নেতা সুনীল দেওধরের ফেসবুক পেজেও একই ভিডিয়ো খুঁজে পাওয়া যায়।

এছাড়া BJP Madhya Pradesh-এর অফিসিয়াল ফেসবুক পেজেও ভিডিয়োটি একই দিনে আপলোড হতে দেখা যায়। সেটা ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের ভিডিয়ো। যখন নীতীশ কুমার এনডিএ-তে বিজেপির জোটসঙ্গী ছিলেন।

Advertisement

এরপর ইন্টারনেটে আরও সার্চ করলে জানান যায়, ২০২২ সালের অগাস্ট মাসে এনডিএ ছেড়ে বেরিয়ে যায় নীতীশ কুমারের জেডিইউ। এরপর লালুপ্রসাদের আরজেডির সঙ্গে জোট করে তিনি ফের বিহারের মুখ্যমন্ত্রী হন এবং এখনও নীতীশ কুমার এনডিএ-র বাইরেই রয়েছেন।

ফলে এটা স্পষ্ট যে নীতীশ কুমারের বক্তৃতার পোস্ট করা ভিডিয়োটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে বিহারের আরারিয়ায় নীতীশ কুমার মন্তব্যটি করেছিলেন।

Fact Check

Claim

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফের একবার কেন্দ্রে মোদী সরকারকে নির্বাচিত করার জন্য আবেদন করছেন নীতীশ কুমার।

Conclusion

নীতীশ কুমারের বক্তৃতার পোস্ট করা ভিডিয়োটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বিহারের আরারিয়ায় প্রচারের।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement