Advertisement

ফ্যাক্ট চেক: ব্যাংককের শৃঙ্খলাবদ্ধ ট্রাফিকের ছবি বাংলাদেশের অধুনা দৃশ্যের দাবিতে ভাইরাল ফেসবুকে

সোশ্যাল মিডিয়ায় শৃঙ্খলাবদ্ধ ট্রাফিকের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি রাস্তার একপাশে সারিবদ্ধ ও লেন শৃঙ্খল বজায় রেখে গাড়ি এবং বাইক দাঁড়িয়ে রয়েছে। অপর পাশের রাস্তাটি ফাঁকা। এই ছবিটি পোস্ট করে তা বাংলাদেশের দৃশ্য বলে দাবি করা হয়েছে। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 08 Aug 2024,
  • अपडेटेड 6:02 PM IST

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে ভারতে চলে আসার পর চার দিন অতিবাহিত হতে চললেও আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্থা ফেরেনি। কারণ, পুলিশ প্রশাসন কার্যত অচল হয়ে বসে রয়েছে। এই অবস্থায় ছাত্রসমাজকে দেখা গিয়েছে পথে নেমে ট্রাফিক সামলানোর মতো কাজ করতে। 

সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় শৃঙ্খলাবদ্ধ ট্রাফিকের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি রাস্তার একপাশে সারিবদ্ধ ও লেন শৃঙ্খল বজায় রেখে গাড়ি এবং বাইক দাঁড়িয়ে রয়েছে। অপর পাশের রাস্তাটি ফাঁকা। এই ছবিটি পোস্ট করে তা বাংলাদেশের দৃশ্য বলে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন

এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "এটা জাপান কিংবা কোরিয়া নয়, এটা আমার আপনার বাংলাদেশ!'" 

কেউ আবার লিখেছেন, "এটা জাপান কিংবা কোরিয়া নয়, এটা আমার আপনার বাংলাদেশ। Power of Students." 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ছবিটি বাংলাদেশের নয়, বরং থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংককের। 

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খুঁজলেই আসল ছবিটি স্টক ফটো ওয়েবসাইট শাটারস্টকে দেখতে পাওয়া যায়। এই ছবিটি শাটারস্টকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। 

সেখানে ছবিটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়, এটি ২০২৪ সালে তোলা থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের একটি ব্যস্ত রাস্তার ছবি। তথ্য অনুযায়ী, ছবিটি চলতি বছর ৩ জানুয়ারি তোলা হয়েছিল। একদিকে যে ফাঁকা লেনটি রয়েছে, তা বাসের জন্য ব্যবহার হয় বলে সেখানে লেখা হয়। 

এ বাদে আরও একটি স্টক ফটো ওয়েবসাইট অ্যালামিতেও একই জায়গার, একই দিনে তোলা একটি পৃথক ছবি দেখতে পাওয়া যায়। সেখানেও ছবিটি থ্যাইল্যান্ডের বলেই উল্লেখ করা হয়। 

Advertisement

অর্থাৎ এর থেকেই পরিষ্কার হয়ে যায় যে ভাইরাল ছবিটির সঙ্গে বাংলাদেশের কোনও ধরনের সম্পর্কই নেই। 

 

Fact Check

Claim

শৃঙ্খলাবদ্ধ ট্রাফিকের এক ছবিটি বাংলাদেশের।

Conclusion

এই ছবিটি বাংলাদেশের নয়, বরং থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংককের। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement