প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে বিশ্বকাপের দলের না নেওয়ায় বাংলাদেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার তাতে যুক্ত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। যার শুরুতেই ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে শোনা যাচ্ছে, "ক্রিকেট খেলছেন কখনও, ব্যাট ধরেছেন, মাঠে গিয়েছেন"। এরপর ভিডিয়োটিতে দাবি করা হয়েছে, তামিম ইকবালকে বিশ্বকাপের দলে না নেওয়ায় প্রধানমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আদালতের কাছে তাঁদের বিরুদ্ধে শাস্তির আবেদন করেছেন শেখ হাসিনা এবং তামিমকে দলে যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। ভিডিয়োটি পোস্ট করে ফেসবুকে লেখা হয়েছে, "তামিম ইস্যুতে রেগে গেলেন প্রধানমন্ত্রী,,এবার আর রক্ষা হলো না পাপন নান্নুর..." (পোস্টের বানান অপরিবর্তিত)
কিন্তু ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োতে ব্যবহার করা শেখ হাসিনার বক্তব্যটি দু'বছর পুরনো। বিশ্বকাপ দলে তামিম ইকবালকে না নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। ভিডিয়োর পুরো দাবিটাই ভুয়ো।
কীভাবে এগলো অনুসন্ধান?
ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে আমরা ভাইরাল ভিডিয়োতে ব্যবহার করা প্রধানমন্ত্রীর বক্তব্যটি খুঁজে পাই। ২০২১ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের সংবাদমাধ্যম Channel 24-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। ভিডিয়োতে দেখা যায়, সেবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খারাপ খেলা নিয়ে এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। উত্তরে তাঁকে প্রধানমন্ত্রী বলেন, "কেন আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তাঁরা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলেছেন কখনও, মাঠে গিয়েছেন, ব্যাট-বল ধরেছেন? ধরেননি সেজন্য জানেন না।" অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর উদ্দেশে মন্তব্যটি করেননি প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও মুখ্য নির্বাচনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিলে তা নিশ্চয়ই বাংলাদেশের খ্যাতনামা সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হত। কিন্তু কিওয়ার্ড সার্চ করে তেমন কোনও খবর আমারা পাইনি।
এরপর ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেকের তরফে সরাসরি বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারি ইহোসানুল করিমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের নিশ্চিত করে জানান যে, ভাইরাল ভিডিয়োটি ফেক।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ফের মাঠে ফিরেছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তারপরেও তিনি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। এনিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বাংলাদেশের আরও এক প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তাজা।
ইনপুট- সাহিদুল হাসান খোকন, বাংলাদেশ
তামিম ইস্যুতে রেগে গেলেন প্রধানমন্ত্রী,,এবার আর রক্ষা হলো না পাপন নান্নুর।
ভাইরাল ভিডিয়োতে ব্যবহার করা শেখ হাসিনার বক্তব্যটি দু'বছর পুরনো। বিশ্বকাপ দলে তামিম ইকবালকে না নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী। ভিডিয়োর পুরো দাবিটাই ভুয়ো।