Advertisement

না, পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুতের জন্য ৭১২ টাকা খরচ হয়না

বিদ্যুতের মাশুল নিয়ে বিভ্রান্তিকর দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

Power TariffPower Tariff
অর্পিত বসু
  • কলকাতা,
  • 16 Jul 2021,
  • अपडेटेड 9:51 AM IST

এবার বিদ্যুৎ বিল নিয়ে একটি দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল।

"আব্দুস শামিম" নামের একটি ফেসবু ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "দিদির জয় ।। দিদির রাজ্যে সব থেকে বিদ্যুৎ মাশুল কম।চোখ বুজে সহ্য করুন। জয় বাংলা বলুন আর ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়ুন"

এই ছবিটিতে লেখা রয়েছে, "পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য ৭১২ টাকা।"

আরও পড়ুন

এই একই দাবি নিয়ে অন্যান্য পোস্টের দাবি দেখতে পাবেন এখানে, এখানে এখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

Advertisement

তদন্তে নেমে আমরা প্রথমেই বেসরকারি বিদ্যুৎ সংস্থা সিইএসসি- বিদ্যুৎ মূল্য খুঁজে দেখার চেষ্টা করি। এই সংস্থাটি কলকাতা শহরতলিতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সংস্থার ওয়েবসাইটে আমরা বিদ্যুৎ মূল্যের তালিকা খুঁজে পাই।

দেখা যাচ্ছে, বেশ কয়েকটি স্ল্যাবে বিদ্যুৎ মূল্য ধার্য করেছে এই সংস্থাটি। প্রথম ২৫ ইউনিটের জন্য গ্রাহকদের এখানে প্রতি ইউনিট ৪টাকা ৮৯ পয়সা দিতে হয়। পরবর্তী ৩৫ ইউনিটের জন্য ইউনিট প্রতি খরচ পরে ৫টাকা ৪০ পয়সা করে। এর পরবর্তী ৪০ ইউনিটের জন্য ৬টাকা ৪১ পয়সা করে গুনতে হয়।

অর্থাৎ হিসেবে করে দেখা যাচ্ছে ১০০ ইউনিট বিদ্যুৎ খরচ করলে প্রথম ২৫ ইউনিটের জন্য খরচ পড়বে ১২২ টাকা ২৫ পয়সা এবং পরের ৩৫ ইউনিটের জন্য খরচ ১৮৯ টাকা। অর্থাৎ ৬০ ইউনিটের খরচ ৩১১টাকা ২৫ পয়সা। পরের ৪০ ইউনিটের জন্য খরচ ২৫৬ টাকা ৪০ পয়সা। সব মিলিয়ে খরচ ৫৬৭ টাকা ২৫ পয়সা।

Advertisement

অন্যদিকে রাজ্যের অন্যান্য জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ। তাদের ওয়েবসাইটে গ্রামাঞ্চল শহরাঞ্চলের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা আছে। 

গ্রামাঞ্চলে প্রথম ১০২ ইউনিটের জন্য খরচ পরে ইউনিট প্রতি টাকা ২৬ পয়সা, অর্থাৎ ১০০ ইউনিটের খরচ ৫২৬ টাকা। অন্যদিকে শহরাঞ্চলে প্রথম ১০২ ইউনিটের খরচ ইউনিট প্রতি টাকা ৩০ পয়সা, অর্থাৎ ১০০ ইউনিটের জন্য খরচ ৫৩০ টাকা।

সুতরাং, বলা যেতেই পারে যে এই ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর।

 

Fact Check

Claim

পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য ৭১২ টাকা।

Conclusion

পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক রাজ্য থেকেই তুলনামূলক বেশি। তাই বলে ১০০ ইউনিটের জন্য ৭১২ টাকা খরচ পরে না। সিইএসসি-র ট্যারিফ অনুযায়ী ১০০ ইউনিট ব্যবহার করলে গ্রাহকদের খরচ পরে ৫৬৭ টাকা ২৫ পয়সা। অন্যদিকে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের গ্রাহকদের খরচ পরে গ্রমাঞ্চলে ও শহরাঞ্চলে যথাক্রমে ৫২৬ টাকা ও ৫৩০ টাকা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement