Advertisement

ফ্যাক্ট চেক: না, স্মৃতি ইরানির মেয়ের রেস্তোরাঁতে বিফ বিক্রি হয় না

অন্য একটি রেস্তোরাঁর মেনুর ছবি পোস্ট করে দাবি, স্মৃতি ইরানি এর মেয়ে গোয়া তে গরু বেচছে

স্মৃতি ইরানির কন্যার রেস্তোরাঁয় কি বিফ বিক্রি হয়?
অর্পিত বসু
  • কলকাতা ,
  • 27 Jul 2022,
  • अपडेटेड 7:16 PM IST

সম্প্রতি গোয়াতে অবস্থিত একটি রেস্তোরাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই রেস্তোরাঁটির নাম সিলি সোউলস ক্যাফে এন্ড বার। কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কন্যা জৈশ ইরানি এই রেস্তোরাঁটির কর্নধার। সম্প্রতি, জৈশ এক মৃত্য ব্যক্তির নামে এই রেস্তোরাঁটির বার লাইসেন্স নবীকরণ করেছেন।

এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে এই রেস্তোরাঁর নামে আরও একটি দাবি ভাইরাল হয়েছে। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি খাবারের মেনুর স্ক্রিনশট পোস্ট করে দাবি করেছেন, "স্মৃতি ইরানি এর মেয়ে গোয়া তে গরু বেচছে।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। ভাইরাল এই মেনুটি সিলি সোউলস ক্যাফে এন্ড বার নামের রেস্তোরাঁটির নয়। এটি গোয়ার বিলাসবহুল হোটেল রেডিসন রিসোর্টে অবস্থিত আপার ডেক নামের একটি রেস্তরাঁর।

আফওয়া তদন্ত 

তদন্তে নেমে আমরা ভাইরাল পোস্টে ব্যবহৃত মেনুর ছবিটিকে রিভার্স সার্চ করে দেখেছি যে এই ছবিটি জোম্যাটো এবং ইজি ডিনার নামের অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে নেওয়া হয়েছে। 

অন্যদিকে ভাইরাল পোস্টে মেনুর পাশে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি বিভিন্ন ফুড ব্লগ সাইটে ব্যবহার করা হয়েছে।  

সিলি সোউলস ক্যাফে এন্ড বারে কি বিফ পাওয়া যায়?

এর পরে আমরা ইন্টারনেটে খোঁজ নিয়ে জানার চেষ্টা করি যে সিলি সোউলস ক্যাফে এন্ড বার-এ কি আদৌ গরুর মাংস পাওয়া যায়? কিন্তু জোম্যাটো ইজি ডিনারে এই রেস্তোরাঁর যে খাদ্যতালিকা দেওয়া রয়েছে তাতে কোথাও গরুর মাংসের কথা বলা নেই। 

Advertisement

বিষয়টিকে আরও নিশ্চিত করতে এবার আমরা ফুড ব্লগার কুনাল বিজয়কারের সঙ্গে যোগাযোগ করি। যিনি সম্প্রতি এই রেস্তোরাঁটি নিয়ে একটি ব্লগ করেছিলেন। 

"না, এই রেস্তোরাঁতে বিফ পাওয়া যায়না," আজতককে জানালেন কুনাল। 

সুতরাং এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। ভাইরাল এই মেনুটি সিলি সোউলস ক্যাফে এন্ড বার নামের রেস্তোরাঁটির নয়। এটি গোয়ার বিলাসবহুল হোটেল রেডিসন রিসোর্টে অবস্থিত আপার ডেক নামের একটি রেস্তরাঁর।  

পুনশ্চ: এখানে আমরা সিলি সোউলস ক্যাফে এন্ড বার-এর মালিকানা নিয়ে কোনও তদন্ত করিনি।  

                     

 

ফ্যাক্ট চেক

দাবি

স্মৃতি ইরানি এর মেয়ে গোয়া তে গরু বেচছে।

ফলাফল

দাবি করা হচ্ছে স্মৃতি ইরানির কন্যা জৈশ গোয়াতে সিলি সোউলস ক্যাফে এন্ড বার নামের একটি রেস্তোরাঁর মালিক। কিন্তু ভাইরাল এই মেনুটি সিলি সোউলস ক্যাফে এন্ড বার-এর নয়। এটি গোয়ার বিলাসবহুল হোটেল রেডিসন রিসোর্টে অবস্থিত আপার ডেক নামের একটি রেস্তরাঁর।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement