Advertisement

ফ্যাক্ট চেক: বিহার নির্বাচনে ১ কোটি ৮০ লাখ ভোট পেয়েছে RJD? না, তথ্যটি পুরোপুরি মিথ্যে ও মনগড়া

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই দাবিটি পুরোপুরি মিথ্যে। প্রথমত, আরজেডি ১ কোটি ৮০ লক্ষ ভোট পায়নি। দ্বিতীয়ত, বিজেপি ও জেডিইউ-র প্রাপ্ত ভোটও দাবির তুলনায় বেশি।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 3:37 PM IST

১৪ নভেম্বর ফলপ্রকাশের মাধ্যমে সাঙ্গ হয়েছে বিহার বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ শেষে দেখা যায়, বিরোধী শিবির মহাগঠবন্ধনকে রীতিমতো উড়িয়ে দিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। এই ফলপ্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হতে শুরু করেছে। এই পোস্টের দাবি অনুযায়ী, বিহারে লালুপ্রসাদ ও তেজস্বী যাদবের দল আরজেডি ১ কোটি ৮০ লক্ষ ভোট পেয়েছে, যা সব থেকে বেশি। কিন্তু তা সত্ত্বেও তাদের ঝুলিতে এসেছে ২৫টি আসন।

দাবি অনুযায়ী, আরজেডি এককভাবে এনডিএ জোটে থাকা বিজেপি ও জেডিইউ-র সম্মিলিত ভোট থেকে বেশি পেয়েছে।

এই পোস্টে লেখা হয়েছে, “RJD- 1.8 কোটি ভোট - 25 সিট। BJP - 96লাখ ভোট - 91সিট। JDU- 90 লাখ ভোট - 83 সিট। “এটাকে জিত বলে না এটা চুরি”।”

আরও পড়ুন

অনেকেই একই দাবিতে নিউজ কার্ড শেয়ার করছেন। কেউ আবার ক্যাপশনেও এই তথ্য শেয়ার করছেন।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই দাবিটি পুরোপুরি মিথ্যে। প্রথমত, আরজেডি ১ কোটি ৮০ লক্ষ ভোট পায়নি। দ্বিতীয়ত, বিজেপি ও জেডিইউ-র প্রাপ্ত ভোটও দাবির তুলনায় বেশি।

সত্য উন্মোচন

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সবার প্রথম আমরা খোঁজার চেষ্টা করি বিহারে মোট ভোটার কত ছিল। কিওয়ার্ড সার্চের মাধ্যমে ১৩ নভেম্বর প্রকাশিত একটি প্রেস রিলিজ পাওয়া যায়। সেই প্রেস রিলিজ থেকে জানা যায়, এসআইআর প্রক্রিয়া শেষে বিহারে ভোটার তালিকায় মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ৭কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৮৫৮।

কমিশনের তথ্য অনুযায়ী, এই ৭,৪৫,২৬,৮৫৮ ভোটারদের মধ্যে ভোটদান করেছিলেন ৬৭.১৩ শতাংশ মানুষ। সংখ্যার হিসেবে যা দাঁড়ায় ৫ কোটি ২৯ হাজারের থেকে কিছু বেশি। ভোটগণনা শেষে দেখা যায় বিজেপি ৯১ নয় বরং ৮৯টি আসনে জিতেছে। এবং জেডিইউ ৮৩ নয় ৮৫টি আসনে জিতেছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, এই সংখ্যক ভোটদাতাদের মধ্যে আরজেডি-কে ভোট দিয়েছিলেন ২৩ শতাংশ মানুষ। সংখ্যার নিরিখে যা প্রায় ১ কোটি ১৫ লক্ষ। অন্যদিকে, বিজেপি ও জেডিইউ-কে ভোট দেন যথাক্রমে ২০.০৮ ও ১৯.২৫ শতাংশ মানুষ। সংখ্যার নিরিখে যা দাঁড়ায় প্রায় ১ কোটি এবং ৯৬ লক্ষ।

Advertisement

কোন দল কত সংখ্যক ভোট পেয়েছে সেই তথ্যও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে খতিয়ে দেখলে পরিষ্কার হয়ে যায় ভাইরাল পোস্টে থাকা দাবি ভিত্তিহীন। কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আরজেডি-র মোট প্রাপ্ত ভোটসংখ্যা হলো—১ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ৫৫টি। সেই সঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটসংখ্যা—১ কোটি ৮১ হাজার ১৪৩। পাশাপাশি জেডিইউ-র প্রাপ্ত ভোটসংখ্যা ৯৬ লক্ষ ৬৭ হাজার ১১৮টি।

প্রসঙ্গত উল্লেখ্য, আরজেডি-র প্রাপ্ত ভোট সংখ্যা এককভাবে সবথেকে বেশি হওয়ার কারণ হিসেবে তাদের সবথেকে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি উঠে এসেছে। বিহারের মোট ২৪৩টি আসনের মধ্যে আরজেডি যেখানে ১৪১টি আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি ও জেডিইউ সেখানে উভয়েই ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

পরিশেষে বলে রাখা প্রয়োজন, বিহার নির্বাচনে বিরোধী শিবিরের তোলা ভোট চুরির অভিযোগের বিষয়টি নিয়ে এই প্রতিবেদন নয়। বরং প্রাপ্ত ভোটের যে তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। তা যে ভুয়ো এবং ভিত্তিহীন, সেই বিষয়টি এই প্রতিবেদনের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়।

Fact Check

Claim

বিহারে RJD ১ কোটি ৮০ লক্ষ ভোট পেয়ে ২৫টি আসন জিতেছে। কিন্তু BJP ৯৬ লক্ষ ভোট পেয়ে ৯১টি এবং JDU ৯০ লক্ষ ভোট পেয়ে ৮৩ আসন জিতেছে।

Conclusion

বিহারে  RJD ১ কোটি ১৫ লক্ষ ভোট পেয়েছে। BJP পেয়েছে ১ কোটি ১৫ হাজার এবং ৮৯টি আসন জিতেছে। এবং JDU ৮৫টি আসন জিতেছে ও ৬ লক্ষ ৬৭ হাজার ভোট পেয়েছে।  

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement