Advertisement

ফ্যাক্ট চেক: রোহিত শর্মা-লিটন দাস প্রথম ২ হিন্দু ধর্মাবলম্বী নন, যাঁরা একই ম্যাচে দু'দলকে নেতৃত্ব দিচ্ছেন

রোহিত শর্মা এবং লিটন দাসের চলতি সিরিজের ছবি পোস্ট করে একজন ফেসবুকে লিখেছেন, "ইতিহাসে প্রথমবার, ক্রিকেটে দুই দেশের অধিনায়কই হিন্দু!"

ট্রফি হাতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বাংলাদেশের অধিনায়ক লিটন দাসট্রফি হাতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বাংলাদেশের অধিনায়ক লিটন দাস
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 09 Dec 2022,
  • अपडेटेड 11:51 AM IST

ভারতের বিরুদ্ধে পরপর দুটো একদিনের ম্যাচ জিতে গোটা সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ। প্রতিবেশীর কাছে লজ্জার হার হজম করতে হয়েছে রোহিত বাহিনীকে। এই অবস্থায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নয়া একটি পোস্ট। নেটিজেনদের একাংশের দাবি, এবারই নাকি প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেট খেলায় দু'দেশের অধিনায়কই হিন্দু ধর্মাবলম্বী।

রোহিত শর্মা এবং লিটন দাসের চলতি সিরিজের ছবি পোস্ট করে একজন ফেসবুকে লিখেছেন, "ইতিহাসে প্রথমবার, ক্রিকেটে দুই দেশের অধিনায়কই হিন্দু!"

 

আরও পড়ুন

এই রকমই আরও বেশকিছু পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন এখানে, এখানে এবং এখানে

যদিও ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে , দাবিটি সত্য নয়। এর আগেও এমন অনেক ক্রিকেট ম্যাচ হয়েছে, যেখানে একই ম্যাচে দু'দেশের অধিনায়কই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।

আফয়া অনুসন্ধান

ইন্টারনেটে কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ২০০৫ সালের 'ইন্ডিয়ান অয়েল কাপ'-সিরিজের কথা জানতে পারি। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল  ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ভারতের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়, যিনি একজন হিন্দু। অন্যদিকে ক্যারিবিয়ানদের নেতৃত্বে ছিলেন শিবনারায়ণ চন্দ্রপল। ২০১৫ সালের অগাস্ট Crictracker-এ  প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী শিবনারায়ণ চন্দ্রপল একজন হিন্দু। এমনকী, ২০০৯ সালের ৩ মে The Guardian ওয়েবসাইটে চন্দ্রপলের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। সেখানেও নিজেকে হিন্দু বলেই উল্লেখ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড়। 

 

২০২২ সালের ১৯ জুন এবং ৯ অক্টোবর ভারতের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই দুই ম্যাচের প্রথমটিতে ভারতের অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ এবং দ্বিতীয়টিতে শেখর ধাওয়ান। তাঁরা দুজনেই হিন্দু। অন্যদিকে দু'ম্যাচেই দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কত্ব করেছিলেন কেশব মহারাজ। ২০ জুন, ২০২২ সালে Aajtak-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী তিনিও হিন্দু ধর্মাবলম্বী। 

Advertisement

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিভিন্ন সময় ছবি পোস্টের সময় 'জয় শ্রীরাম' বা 'জয় শ্রী হনুমান' ক্যাপশন লিখেছেন কেশব মহারাজ। এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমরা কথা বলেছিলাম জি ২৪ ঘণ্টার ক্রীড়া সাংবাদিক শুভপম সাহার সঙ্গে। তিনিও জানিয়েছেন যে, কেশব মহারাজ হিন্দু এবং তাঁর পূর্বপুরুষরা উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা ছিলেন। বহুকাল আগে কাজের খোঁজে তাঁরা দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন। এই বিষয়ে আরও বিষদে জানার জন্য Circle Of Cricket ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনও আমাদের নজরে এনেছেন তিনি।

অতএব, এটা প্রমাণিত যে রোহিত শর্মা এবং লিটন দাস প্রথম দুই হিন্দু অধিনায়ক নন, যাঁরা একই ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলছেন। এর আগেও এই ঘটনা ঘটেছে।
 

Fact Check

Claim

ইতিহাসে প্রথমবার, ক্রিকেটে দুই দেশের অধিনায়কই হিন্দু!

Conclusion

রোহিত শর্মা এবং লিটন দাস প্রথম দুই হিন্দু অধিনায়ক নন, যাঁরা একই ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলেছেন। এর আগেও এই ঘটনা ঘটেছে, যেখানে একই ম্যাচে দু'দেশের অধিনায়কই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement