Advertisement

ফ্যাক্ট চেক: গো-মাংস না খাওয়া নিয়ে সলমন খান কি সম্প্রতি কোনও মন্তব্য করেছেন?

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে সলমনের এই মন্তব্য সাম্প্রতিক নয় বা সিনেমা রিলিজের আগেকার নয়। বরং ২০১০ ও ২০১৭ সালের দুটি পৃথক মন্তব্য জুড়ে এই উক্তি এখন বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।  

ঋদ্ধীশ দত্ত
  • 15 Feb 2025,
  • अपडेटेड 4:59 PM IST

গ্যাংস্টার রবি বিষ্ণোইয়ের কারণে বিগত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে বলিউড তারকা সলমন খানের নাম। এ বার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, নতুন সিনেমা আসার আগে সলমন খান দেশভক্তি দেখানো শুরু করেছেন। 

এই পোস্টে একটি ছবিতে সলমন খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "গো মাতা আমারও মা। গো-মাংস আমি ছুঁইও না পর্যন্ত।" 

সলমনের এই উক্তি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "নতুন সিনেমা আসছে, তাই সিনেমাহলে দর্শক টানতে দেশভক্তি দেখানো শুরু করেছেন সালমান খান।" 

আরও পড়ুন

প্রসঙ্গত, ইদ উপলক্ষে খুব সম্ভবত আগামী মার্চে বা তার পরের মাসেই নতুন সিনেমা 'সিকন্দর' নিয়ে আসছেন সলমন। যেদিকে ইঙ্গিত করেই এই মন্তব্য করা হচ্ছে। 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে সলমনের এই মন্তব্য সাম্প্রতিক নয় বা সিনেমা রিলিজের আগেকার নয়। বরং ২০১০ ও ২০১৭ সালের দুটি পৃথক মন্তব্য জুড়ে এই উক্তি এখন বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।  

যেভাবে জানা গেল সত্যি

বিষয়টি নিয়ে কিওয়ার্ড সার্চ করে এই সংক্রান্ত একাধিক রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে একটি ছিল সিয়াসট ডট কমের। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি এই খবরটি প্রকাশ করে লেখা হয় যে সলমন খানের পুরনো মন্তব্য আবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। সেই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বলিউড লাইফ নামে বিনোদনধর্মী একটি চ্যানেলে এক সাক্ষাৎকারের সময় ২০১৭ সালে সলমন জানিয়েছিলেন, তিনি শূকর ও গরুর মাংস খান না। 

পাশাপাশি লেখা হয়, তাঁর আরও একটি ভিডিও ছড়িয়েছে যেখানে তাঁকে ইন্ডিয়া টিভির 'আপ কি আদালত' অনুষ্ঠানে বলতে শোনা গিয়েছে যে গরুকে তিনি মা বলেই মনে করেন। মূলত এই দুটি মন্তব্যকে এক করেই বর্তমানে তা শেয়ার করা হয়েছে। 

Advertisement

তবে সলমনের এই দুটি মন্তব্য আলাদা এবং কী কারণে ও কোন প্রেক্ষাপটে তিনি এই কথাগুলি বলেছিলেন তা আমরা জানার চেষ্টা করি। প্রথমেই ইন্ডিয়া টিভির 'আপ কি আদালত' অনুষ্ঠানে আমরা চর্চিত অংশটি খুঁজে বের করি যেখানে সলমন গরুকে মা বলেছিলেন। 

২০১০ সালের ৬ সেপ্টেম্বর আপলোড হওয়া এই ভিডিওতে সলমনের সঙ্গে অ্য়াঙ্কর রজত শর্মার সাক্ষাৎকারের তৃতীয় পর্বের শুরুতেই অভিনেতাকে তাঁর জীবনের নানা বিতর্কের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। রজত শর্মা বলেন, একটি বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছিল গরুকে চুইং গাম খাওয়াতে। যা নিয়ে মহারাষ্ট্রের শিবসেনা আপত্তি তোলে। শিবসেনা সেই সময় পর্যন্ত ভাঙেনি এবং কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত ছিল।

এই প্রশ্নের জবাবে সলমন বলেন, "জানি, বিষয়টা নিয়ে আপত্তি তোলা হয়েছিল। যদিও এসব নিয়ে বেশি মাথা ঘামাই না কারণ আমি নিজেও মনে করি গরু আমাদের মায়ের সমান। আমার মা-ও হিন্দু। তিনি আমাদের সঙ্গেই একই ঘরে থাকেন। আর আইসক্রিমও তো দুধ দিয়েই তৈরি হয়। আজকাল একটা চলন হয়ে গেছে সব কিছু নিয়েই কোনও না কোনও আপত্তি তোলা।" 

সেই সঙ্গে বলিউড লাইফের সাক্ষাৎকারটি আমরা দেখতে পাই সংশ্লিষ্ট চ্যানেলের ইউটিউবে যা ২০১৭ সালের ২৫ জুন আপলোড কর হয়েছিল। সেখানে সলমনকে সেসব প্রশ্নের জবাব দিতে দেখা যাচ্ছিল যে প্রশ্ন সবথেকে বেশি গুগলকে করা হয় সলমন সম্পর্কে। সেখানেই একটি প্রশ্ন ছিল, "সলমন কী ধরনের খাবার খান?"

সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, "সলমন খান সব ধরনের খাবার খায়। কিন্তু আমি বিফ (গরুর মাংস) ও পর্ক (শূকরের মাংস) খাই না। এই দুটো জিনিস আমি খাই না। আমি শেলফিশ (একপ্রকার সামুদ্রিক শামুক যা ভোজনপযোগী) এড়িয়ে যাই কারণ এতে কোলেস্টেরল বেশি। প্রচুর শাক-সবজি খাই। এ ছাড়া যখন দেরি হয়ে যায় আমি ঘরে যা কিছু আছে সব মিশিয়ে খেয়ে নেই।"  

অর্থাৎ বোঝাই যাচ্ছে, দুটো ভিন্ন প্রেক্ষাপটে কয়েক বছরের ব্যবধানে করা ভিন্ন উক্তিকে এক করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

 

Fact Check

Claim

নতুন সিনেমা আসার আগে দেশভক্তি দেখানো শুরু করেছেন সলমন খান। তিনি বলছেন, "গো মাতা আমারও মা। গো-মাংস আমি ছুঁইও না পর্যন্ত।" 

Conclusion

সলমন এই দুটি মন্তব্য পৃথক দুই অনুষ্ঠানে কয়েক বছরের ব্যবধানে পৃথক প্রেক্ষাপটে করা। 'গো মাতা আমারও মা' কথাটি তিনি ২০১০ সালে বলেন, গো-মাংস না খাওয়ার কথাটি ২০১৭ সালে বলেন। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement