Advertisement

ফ্যাক্ট চেক: তামিলনাড়ুর বিবেকানন্দ কলেজে ABVP-র দুর্গ ভেঙে SFI-র জয়? জানুন এই ছবির সত্যতা

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি সত্যি নয়। প্রথমত, তামিলনাড়ুর কোনও কলেজের ঘটনা এটি নয়। দ্বিতীয়ত, যে কলেজে ABVP-র দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে SFI ক্ষমতায় এসেছে, সেখানকার ছবিও এটি নয়।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 15 Oct 2024,
  • अपडेटेड 4:17 PM IST

ভারতের সংসদীয় রাজনীতিতে ক্রমেই দুর্বল হয়ে পড়া বাম দলগুলির মশাল এখনও জ্বলছে দেশের কিছু নামজাদা শিক্ষাঙ্গনে। এই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় এবার একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, তামিলনাড়ুর কুন্দনকুলামে বিবেকানন্দ কলেজে নাকি বিজেপির ছাত্র সংগঠন ABVP-কে ২২ বছর পর হারিয়ে জয়লাভ করেছে SFI.

এই ছবিতে বেশ কিছু তরুণ-তরুণীকে গলায় লাল রঙের মালা দিয়ে SFI লেখা ও চে গুয়েভারার ছবি সম্বলিত একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "তামিলনাড়ুর কুন্দনকুলামে বিবেকানন্দ কলেজে ABVP কুলাঙ্গারদের হটিয়ে ২২ বছর পরে জয় ছিনিয়ে নিল SFI. লাল সেলাম #এফএফআই।"

আরও পড়ুন

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি পুরোপুরি সত্যি নয়। প্রথমত, তামিলনাড়ুর কোনও কলেজের ঘটনা এটি নয়। দ্বিতীয়ত, যে কলেজে ABVP-র দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে SFI ক্ষমতায় এসেছে, সেখানকার ছবিও এটি নয়।

কীভাবে জানা গেল সত্যি

প্রথমত, যদি এই ছবি বা ঘটনাটি তামিলনাড়ুর হতো, তবে এই ব্যানার স্বাভাবিকভাবেই তামিল ভাষায় লেখা হওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে ব্যানারে যে ভাষাটি দেখতে পাওয়া যাচ্ছে, তা হল মালায়লম। যা কেরলে বলা হয়ে থাকে। তামিলনাড়ুতে নয়।

ছবিটি আসলে কোন কলেজের, তা জানতে আমরা সবার প্রথম এই ছবিতে লেখা কথাগুলি গুগল লেন্সের মাধ্যমে অনুবাদ করার চেষ্টা করি। ওই ব্যানারের উপরের দিকে থাকা চিহ্নিত অংশে SFI লেখা দিয়ে শুরু মালায়লাম বাক্যটির অনুবাদ করলে তার মানে দাঁড়ায়--SFI ইউনিট অব গর্ভমেন্ট আর্টস কলেজ। অর্থাৎ, অনুমান করা যেতে পারে যে ছবিটি কেরলের সরকারি আর্টস কলেজের হলেও হতে পারে। আমাদের মালায়লাম-ভাষী প্রতিনিধিও এই বিষয়টি নিশ্চিত করেন।

এই বিষয়টিকে সূত্র ধরে কিছু কিওয়ার্ডের সাহায্যে ওই ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজার পর ওই একই ছবি আমরা দেখতে পাই তিরুঅনন্তপুরমের আর্টস কলেজের SFI-র একটি ফেসবুক গ্রুপে। সেখানে ওই গ্রুপেরই একই অ্যাডমিন ছবিটি শেয়ার করেন।

Advertisement

এর পাশাপাশি SFI Govt Arts College Official-এর ইনস্টাগ্রাম পেজে আমরা ছাত্র সংসদ নির্বাচনে জয়ী পড়ুয়াদের ছবি দেখতে পাই। এই ছবিতেও সেই একই পড়ুয়াদের দেখা যাচ্ছে যাদের ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে। সেই সঙ্গে ক্যাপশনে যা লেখা হয় তার মানে দাঁড়ায়-বিপ্লব চলছে।


দিনচারেক আগে ওই একই পেজের অন্য একটি পোস্টে ছাত্র সংসদ নির্বাচনে SFI-র জয়ের বিষয়টি উল্লেখ করে লেখা হয় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২-এর মধ্যে ২২টি আসনেই তারা জিতেছে।

যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবগুলি আসল SFI জিতেছে, সেখানে ২২ বছর ধরে ABVP শাসন করেছিল, এই বিষয়টিও বোধগম্য হয় না। পাশাপাশি খোদ এই কলেজের SFI-এর পেজেও কোথাও একবারেরও জন্যও ABVP বা হিন্দুত্ববাদী শক্তিকে পরাস্ত করার মতো কথা লেখা হয়নি। যা থেকে সন্দেহ বাড়ে। 


তাই দাবির উৎস জানতে আমরা আবারও কিছু কিওয়ার্ড সার্চ করি। তখন এশিয়ানেট নিউজ মালায়লামের একটি খবর আমরা পাই যা গত ১০ অক্টোবর প্রকাশ পেয়েছে। সেখানে জানানো হয়, কেরলের থ্রিশূরে অবস্থিত বিবেকানন্দ কলেজে AVBP-র ২৫ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ভাইস চেয়ারম্যান বাদে সব আসনে জয়লাভ করেছে SFI. খবর অনুযায়ী, SFI-র ভাইস চেয়ারপার্সনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র স্ক্রুটিনির সময় বাতিল হয়ে যায়। ফলে ভাইস চেয়ারপার্সনের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ABVP-র এনএস অভিরামী।

অর্থাৎ বোঝাই যাচ্ছে, কেরলের থ্রিশূরে অবস্থিত বিবেকানন্দ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে SFI জয়ী হয়েছে ঠিকই। কিন্তু এই ছবিটি সেখানকার নয়, কলেজটিও তামিলনাড়ুতে নয়।

 

Fact Check

Claim

তামিলনাড়ুর কুন্দনকুলামে বিবেকানন্দ কলেজে ABVP-র ২২ বছরের শাসনের অবসান ঘটিয়ে জয়ী হয়েছে SFI.

Conclusion

তামিলনাড়ু নয়, কেরলের থ্রিশূরে অবস্থিত বিবেকানন্দ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ২৫ বছর পর ABVP-কে হারিয়ে SFI জয়ী হয়েছে। অপরদিকে, এই ছবিটি তিরুঅনন্তপুরমের আর্টস কলেজের যেখানে SFI বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement