Advertisement

ফ্যাক্ট চেক: ভারতে থাকাকালীন প্রথমবার জনসমক্ষে এলেন হাসিনা! এই ভিডিওটি কোথাকার?

বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজেও একই দাবি করে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল, যদি পরে তা ডিলিট করে দেওয়া হয়। সেই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 5:00 PM IST

গত বছর ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অজ্ঞাতবাসে রয়েছেন শেখ হাসিনা। তাঁর অবস্থান সম্পর্কে কোনও তথ্য জনসমক্ষে না আনা হলেও সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে যে ভারতে অবস্থানকালে প্রথমবার প্রকাশ্যে এসেছেন শেখ হাসিনা। 

১৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শেখ হাসিনা কালো রঙের শাড়ি পরে কোনও একটি স্থান থেকে বেরিয়ে আসছেন। তাঁর মুখে একটি কালো রঙের মাস্কও রয়েছে এবং তিনি একটি কালো রঙের গাড়িতে উঠছেন। 

আরও পড়ুন

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।" একই ধরনের দাবি-সহ আরও নানা পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভারতের নয়। বরং ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে ধারণ করা হয়েছে, ব্রিটেনের তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু পরবর্তী সময়ে। 

বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজেও একই দাবি করে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল, যদি পরে তা ডিলিট করে দেওয়া হয়। সেই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে। 

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিওটি থেকে কিফ্রেম সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করলে আমরা এই ভিডিওটি দেখতে পাই TheGalaxias77 নামক একটি ইউটিউব চ্যানেলে। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর এই ভিডিওটি ওই চ্যানেলে শর্ট আকারে পোস্ট করে লেখা হয়েছিল, "Sheikh Hasina, Bangladesh Prime Minister, comes out of Hotel Claridge's in London on 18/09/2022."

অর্থাৎ, ক্যাপশনের দাবি অনুযায়ী এই ভিডিওটি ২০২২ সালের ১৮ সেপ্টেম্বরের এবং এই ভিডিওতে শেখ হাসিনাকে লন্ডনের ক্লারিজ় হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। 

Advertisement

এই বিষয়টিকে সূত্র ধরে কিছু সামঞ্জস্যপূর্ণ কিওয়ার্ড সার্চ করে আমরা আই নিউজ নামক একটি যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদ মাধ্যমের রিপোর্ট পাই। এই প্রতিবেদন ছিল উক্ত ক্লারিজ় হোটেল নিয়েই। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত এই রিপোর্টে লেখা হয়েছিল যে লন্ডনের তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য়ে নানা দেশ থেকে যে ভিভিআইপি-রা আসবেন তাঁদের এই বিলাসবহুল পাঁচতারা হোটেলে থাকার সম্ভাবনা আছে। ভিভিআইপিদের সেই তালিকায় শেখ হাসিনারও নাম ছিল। 

এরপর আরও কিছু কিওয়ার্ডের মাধ্যমে আমরা সন্ধান করার চেষ্টা করি যে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে শেখ হাসিনা কোন রঙের শাড়ি পরে গিয়েছিলেন। তখন একাধিক বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা যায় শেষকৃত্যের অনুষ্ঠানে শেখ হাসিনা কালো পোশাক পরেই গিয়েছেন যে ধরনের শাড়িতে তাঁকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে।

পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার একটি খবরে লেখা হয় যে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের অভ্যর্থনায় যোগ দেন শেখ হাসিনা। 

দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান করার পর ওই একই হোটেলে ফিরেও আসেন শেখ হাসিনা। তখন তাঁকে দেখার জন্য হোটেলের চারপাশে ভিড় জমান বাংলাদেশি প্রবাসীরা। তিনি গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে এরপর আবার হোটেলে ঢুকে যান। UnBoxPHD আরেকটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর আপলোড করা হয়েছিল। ঠিক যেদিন লন্ডনে তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হয়। 

সমস্ত তথ্যপ্রমাণ থেকে বলাই যায় যে ভাইরাল ভিডিওটি লন্ডনের এবং ২০২২ সালের সেপ্টেম্বরের, এর সঙ্গে তাঁর ভারতে থাকার কোনও সম্পর্ক নেই। 

Fact Check

Claim

৫ অগস্টের পর ভারতে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল শেখ হাসিনাকে। 

Conclusion

ভাইরাল ভিডিওটি লন্ডনের এবং ২০২২ সালের সেপ্টেম্বর মাসের যখন শেখ হাসিনা দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement