Advertisement

ফ্যাক্ট চেক: যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের দৃশ্য দাবিতে ছড়াল সিরিয়ার ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, যদিও এটা সত্যি যে ইজরায়েলি হামলায় গাজা-সহ প্যালেস্টাইনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভাইরাল ভিডিওটি প্যালেস্টাইনের নয়। বরং সেটিতে সিরিয়ার রাজধানী দামেস্কের দৃশ্য দেখা যাচ্ছে।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 14 Jan 2025,
  • अपडेटेड 12:23 PM IST

বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলছে হামাস-ইজরাইলের যুদ্ধ। ইজরাইলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা কিংবা রাফা-সহ প্যালেস্টাইনের বিস্তীর্ণ এলাকা। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এই যুদ্ধকে কেন্দ্র করে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ। পাশাপাশি আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে লক্ষাধিক। 

আর এই সার্বিক পরিস্থির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্যালেস্টাইন সংক্রান্ত একটি ভিডিও। যেখানে যুদ্ধের জেরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্থান দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটিতে ইজরায়েলি বিমান হামলার পরে প্যালেস্টাইনের অবস্থা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “শুধু দু'একটা মসজিদ দাঁড়িয়ে আছে..! ফিলিস্তিন।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, যদিও এটা সত্যি যে ইজরায়েলি হামলায় গাজা-সহ প্যালেস্টাইনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভাইরাল ভিডিওটি প্যালেস্টাইনের নয়। বরং সেটিতে সিরিয়ার রাজধানী দামেস্কের দৃশ্য দেখা যাচ্ছে।   

আরও পড়ুন

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করার সময় সেটিতে আমরা ইরাকের কুর্দিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘Kurdistan24’এর লোগো দেখতে পাই। সেই সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে চলতি বছরের ৩ জানুয়ারি Kurdistan24-এর অফিশিয়াল ফেসবুক পেজে এই একই ভিডিও পাওয়া যায়। কুর্দিশ ভাষায় লেখা ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে তোলা। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে কিছু মসজিদ ছাড়া পুরো অঞ্চলটিই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এরপর এই সংক্রান্ত পরবর্তী সার্চ করলে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম DW News বা ডয়েচে ভেলে নিউজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি শর্ট ভিডিও পাওয়া যায়। সেটি ভালো করে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় যে উভয় ভিডিওর ধারাবাহিকতা ও স্ক্রিন রেশিও আলাদা হলেও ভিডিওর দৃশ্য বা ফ্রেমের হুবহু মিল রয়েছে।  

Drone footage shows the level of destruction in Syria's Damascus after years of war” শীর্ষক ডয়েচে ভেলে নিউজের ভিডিওটি থেকে জানা যায়, সেটি ২০২৫ সালের ২ জানুয়ারি সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ড্রোন থেকে তোলা হয়েছিল। দেশটির সদ্য বিতাড়িত রাষ্ট্রপতি বাশার আল আসাদের শাসনকালে সিরিয়ার সরকারি বাহিনী, বিদ্রোহী গোষ্ঠী এবং ইসলামিক স্টেটের যোদ্ধাদের মধ্যে চলা সংঘর্ষ ও ব্যাপক বোমাবর্ষণের কারণে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

Advertisement

এরপর ২০২৫ সালের ৬ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইংলিশের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। “Syrians return to rebuild war-torn al-Asali neighborhood in Damascus” শীর্ষক সেই প্রতিবেদনে ভাইরাল ভিডিও’র সঙ্গে হুবহু মিল থাকা মসজিদ-সহ একাদিক ফ্রেম দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওর ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থানটি হল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আল আসালি।

এর থেকে প্রমাণ হয় যে ইজরায়েলি হামলায় প্যালেস্টাইনের দৃশ্য দাবি করে সিরিয়ার রাজধানী দামেস্কের ভিডিও শেয়ার করা হচ্ছে।

Fact Check

Claim

ভিডিওটিতে ইজরায়েলি বিমান হামলার পরে প্যালেস্টাইনের অবস্থা দেখা যাচ্ছে।

Conclusion

যদিও এটা সত্যি যে ইজরায়েলি হামলায় প্যালেস্টাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভাইরাল ভিডিওটি প্যালেস্টাইনের নয়। বরং সেটি সিরিয়ার রাজধানী দামেস্কের আল আসালিতে তোলা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement