Advertisement

ফ্যাক্ট চেক: মাধ্যমিকের বাংলা পরীক্ষাপত্র ফাঁস হয়নি, কোন পেপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল?

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল প্রশ্নপত্রটি মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নয়। বরং সেটি দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র।

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 09 Feb 2025,
  • अपडेटेड 1:31 PM IST

রাত পোহালেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। সোমবার প্রথমদিনে ‘বাংলা’ দিয়েই শুরু হতে চলেছে এ বছরের পরীক্ষা। এবার ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। আর মাধ্যমিক পরীক্ষা শুরুর কেয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ‘বাংলা’ প্রশ্নপত্র।

ভিডিও আকারে প্রশ্নপত্রটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল প্রশ্নপত্রটি শেয়ার করে লিখেছেন, “2025 এর মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র ফাঁস।” 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল প্রশ্নপত্রটি মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নয়। বরং সেটি দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র।

আরও পড়ুন

কীভাবে জানা গেল সত্য?

প্রথমত, ভাইরাল প্রশ্নপত্রটি সন্দেজনক। কারণ ২০২৫ সালের মাধ্যমিকের বাংলা পরীক্ষা শুরু হবে আগামী কাল অর্থাৎ সোমবার থেকে। আর তার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হত। কিন্তু আমরা এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। 

তবে এ বিষয়ে কিওয়ার্ড সার্চ করার সময় ২০২৫ সালের ১১ জানুয়ারি ‘WB Private Tuition’ নামক একটি ইউটিউব চ্যানেলে আমরা “পর্ষদ টেস্ট পেপার সমাধান বাংলা 2025 | Page No 44” শীর্ষক একটি ভিডিও দেখতে পাই। সেই ভিডিওতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপারের ৪৪ নম্বর পৃষ্ঠার ‘গভ. মডেল স্কুল, ক্যানি-২’-এর বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রশ্নপত্রের সঙ্গে আমরা ভাইরাল প্রশ্নপত্রের হুবহু মিল খুঁজে পাই। যা থেকে অনুমান করা যায় যে ভাইরাল প্রশ্নপত্রটি মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নয় বরং ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র হলেও হতে পারে।

Advertisement

এরপর বিষয়টি নিশ্চিত করতে আমরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপারের ৪৪ নম্বর পৃষ্ঠায় ছাপা ‘গভ. মডেল স্কুল, ক্যানি-২’-এর বাংলা প্রশ্নপত্রটি খুঁজে বার করি। তখন আমরা লক্ষ্য করি পর্ষদের তরফে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপারের ৪৪-৪৭ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘গভ. মডেল স্কুল, ক্যানি-২’-এর বাংলা প্রশ্নপত্রটির সঙ্গে ভাইরাল প্রশ্নপত্রের হুহহু মিল রয়েছে। এমনকি প্রতিটি দাগেরও মিল রয়েছে। এর থেকে পরিস্কার হয়ে যায় যে ভাইরাল প্রশ্নপত্রটি দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। নিচে ভাইরাল এবং ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্রের প্রথম পেজের তুলনা দেখা যাবে। পুরো প্রশ্নপত্রটি দেখতে এখানে ক্লিক করুন

তবে এরপর বিষয়টি সম্পর্কে জানতে আমরা ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের সঙ্গে যোগাযোগ করি। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একজন পদাধিকারিককে ভাইরাল প্রশ্নপত্রটি পাঠালে সেটি দেখে তিনি আমাদের নিশ্চিত করেন যে, প্রশ্নপত্রটি তাঁদের অর্থাৎ ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র।

এর থেকে প্রমাণ হয়ে যে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে দাবি করে ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র শেয়ার করা হচ্ছে।

Fact Check

Claim

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।

Conclusion

ভাইরাল প্রশ্নপত্রটি মাধ্যমিকের আসল বাংলা প্রশ্নপত্র নয়। বরং সেটি ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement