Advertisement

ফ্যাক্ট চেক: মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদের মৃত্যুর সংবাদটি ভুয়ো

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ২০২৪ সালের ১৩ নভেম্বর প্রয়াত হয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। 

সুরাজউদ্দিন মণ্ডল
  • কলকাতা,
  • 18 Nov 2024,
  • अपडेटेड 2:55 PM IST

আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয় দেশটির দু’বারের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদকে। তিনি প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ এবং দ্বিতীয়বার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৯৯ বছর বয়সী এই নেতার শারীরিক অসুস্থতার খবর প্রায়ই প্রকাশিত হয় সংবাদমাধ্যমে।

আর এই সার্বিক পরিস্থিততে এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, মালয়েশিয়ার প্রাক্তন এই প্রধানমন্ত্রীর মৃত্যু সংক্রান্ত একাধিক পোস্ট। যেখানে দাবি করা হচ্ছে, চলতি বছরের ১৩ নভেম্বর, বুধবার প্রয়াত হয়েছেন মালয়েশিয়ার রূপকার তথা দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। 

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী মাহাথির মহম্মদের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডা. মাহাথির বিন মোহাম্মদ (জন্ম: ১০ জুলাই, ১৯২৫ মৃত্যু : ১৩ নভেম্বর ২০২৪ )  আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ আর নেই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আমিন, ছুম্মা আমীন।” (সব বানান অপরিবর্তিত।) 

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ নয় বরং চলতি বছরের ১৩ নভেম্বর প্রয়াত হয়েছেন তাঁর বন্ধু তথা দেশটির প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন। সহকর্মীর মৃত্যুর পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ।

কীভাবে জানা গেল সত্য?

প্রথমত, ডা. মাহাথির মহম্মদ প্রায় ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সেক্ষেত্রে তিনি প্রয়াত হলে সেই খবর অবশ্যই মালয়েশিয়া তথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হত। তাই মাহাথির মহম্মদ প্রয়াত হয়েছেন কিনা সেই সংক্রান্ত তথ্য জানতে আমরা একাধিক কিওয়ার্ড সার্চ করি। কিন্তু সেই সার্চে এমন কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়।

Advertisement

পক্ষান্তরে, আমরা আমাদের কিওয়ার্ড সার্চ করার সময় গত ১৩ নভেম্বর মালয়েশিয়ান সংবাদমাধ্যম New Straits Times-এর একটি প্রতিবেদন খুঁজে পাই। যেখানে উল্লেখ করা হয়েছে, “প্রয়াত হয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন। ১৩ নভেম্বর, বুধবার কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৮৪ থেকে ১৯৯১ এবং ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট দু’বার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদের মন্ত্রীসভায় অর্থমন্ত্রী ছিলেন তিনি”

এরপর, পরবর্তী সার্চে ২০২৪ সালের ১৩ নভেম্বর মাহাথির মহম্মদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিনের মৃত্যু সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। যেখানে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ তাঁর সহকর্মী তথা তাঁর মন্ত্রীসভার প্রাক্তন সদস্য দাইম জয়নুদ্দিনের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মালয়েশিয়ান ভাষায় তিনি লিখেছেন, “দাইম (দাইম জয়নুদ্দিন) আজ সকালে মারা গেছেন। আমি একজন বন্ধুকে হারিয়েছি যে আমার সাথে জাতি, দেশ এবং ধর্মের জন্য লড়াই করেছিল। তাঁর মত বন্ধুকে হারিয়ে আমি অত্যন্ত দুঃখিত।” পাশাপাশি, গত ১৪ নভেম্বর মালয়েশিয়ার পুলিশদের নিয়েও একটি টুইট করেন মাহাথির মহম্মদ।  

এরপর, এই সংক্রান্ত পরবর্তী সার্চে আমরা অপর এক মালয়েশিয়ান সংবাদমাধ্যম The Star-এর একটি প্রতিবেদন খুঁজে পাই। যেখানে উল্লেখ করা হয়েছে, “দাইম জয়নুদ্দিনের মৃত্যুর পর তাঁকে শেষশ্রদ্ধা জানাতের ১৩ নভেম্বর দুপুর ১২টা ৪৮ মিনিটে স্ত্রী ড. হাসমাহ মহম্মদ আলিকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যান প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। তাঁরা সেখানে প্রায় অধঘন্টা সময় কাটান।” এই একই তথ্য উল্লেখ করা হয়েছে, New Straits Times-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও। সেখানে মাহাথির মহম্মদকে নিজের পায়ে হেঁটে দাইম জয়নুদ্দিনের বাড়িতে যেতে দেখা যাচ্ছে। 

এখানে উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ অক্টোবর সংবাদ সংস্থা রয়টার্সে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদের স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে উল্লেখ করা হয়েছে, “চলতি বছরের ১৫ অক্টোবর শ্বাসনালিতে সংক্রমণের কারণে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৯ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।” চলতি বছরের গত ২৯ অক্টোবরের পর থেকে মাহাথির মহম্মদের স্বাস্থ্যের অবনতি সংক্রান্ত কোনও তথ্য বা প্রতিবেদন আমরা আমাদের সার্চে খুঁজে পাইনি।

এর থেকে প্রমাণ হয় যে, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ নয় বরং চলতি বছরের ১৩ নভেম্বর মারা গেছেন তাঁর বন্ধু তথা দেশটির প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন।

Fact Check

Claim

২০২৪ সালের ১৩ নভেম্বর প্রয়াত হয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। 

Conclusion

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ নয়। বরং চলতি বছরের ১৩ নভেম্বর মারা গেছেন তাঁর বন্ধু তথা মন্ত্রীসভার প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement