সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটমুখী বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’র আয়োজন করেছেন। এই কর্মসূচিতে কংগ্রেস সাংসদের পাশাপাশি আরজেডি নেতা তেজস্বী যাবদও অংশ নিচ্ছেন। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ফাঁকা ময়দানে জনপ্লাবনের একটি দৃশ্য বেশ ভাইরাল হতে শুরু করেছে। অনেকেই এই ভিড়ের ছবিকে রাহুল গান্ধীর কর্মসূচির ভিডিও বলে পোস্ট করছেন।
উদাহরণস্বরূপ, এই ভিডিওটি পোস্ট করে ভিডিও-র উপর লেখা হয়েছে, “ইন্ডিয়া জোটের সমাবেশে মানুষের সুনামি দেখার মতো। রাহুলের জনপ্রিয়তা।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে রাহুল গান্ধীর কর্মসূচির কোনও যোগ নেই। এটি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া একটি গরুর গাড়ি প্রতিযোগিতা দেখতে আসা মানুষের ভিডিও।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট সংগ্রহ করে সেগুলি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে দেখা যায় ওই একই ভিডিও চলতি বছর ২৮ জুনও একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছিল। যা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটি সাম্প্রতিক কোনও ঘটনার নয়।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় যে এলাকাটি পেডগাঁও হিন্দকেশরী ময়দান নামক কোনও এলাকার। এটি মহারাষ্ট্রের আহমেদনগরের একটি গ্রাম। এই পোস্ট অনুযায়ী, এই মাঠে অনুষ্ঠিত গরুর গাড়ির দৌড় দেখার জন্য ভিড় জড়ো হয়েছিল।
কিছু কিওয়ার্ড সার্চ করা হলে ভাইরাল ভিডিওটির সঙ্গে মিল থাকা একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়, যেগুলো পেডগাঁও হিন্দকেশরী ময়দানের একই ধরনের জনসমুদ্রের দৃশ্য তুলে ধরে। ভিডিওগুলিতে একটি গরুর গাড়িও দেখা যাচ্ছে। এই ভিডিওগুলি জুন মাসে ইনস্টাগ্রামেও আপলোড করা হয়েছিল।
যখন আমরা ভাইরাল ভিডিওটি এই ভিডিওগুলির সঙ্গে তুলনা করি, তখন স্পষ্ট হয়ে যায় যে দুটি একই জায়গা থেকে নেওয়া।
এছাড়াও, জুন মাসে এই গরুর গাড়ি দৌড়ের ছবি এবং ভিডিও গুগল ম্যাপেও শেয়ার করা হয়েছিল। এগুলোয় ভাইরাল ভিডিওর মতো ভিড় দেখা যাবে।
ফলে এটা স্পষ্ট যে রাহুল গান্ধীর সমাবেশের সঙ্গে এই ভিডিওটির কোনও সম্পর্ক নেই। তবে, রিপোর্ট অনুসারে বিহারে রাহুল গান্ধীর সমাবেশেও ভিড় জমেছে, যা এই ভিডিওতে দেখা যাবে।
ভিডিওতে রাহুল গান্ধীর জনপ্রিয়তার প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে এই বিপুল জনসমুদ্র।
এই ভিডিওটি রাহুল গান্ধীর কর্মসূচির নয়। গত জুন মাসে মহারাষ্ট্রের পেডগাঁওয়ে একটি গরুর গাড়ির দৌড় দেখতে এই ভিড় জড়ো হয়েছিল।