Advertisement

ফ্যাক্ট চেক: চলন্ত ট্রেনে মুসলিম প্রৌঢ়কে 'হেনস্থা' করা তরুণীর পাশে শুভেন্দু-সৌমেন্দু? না, ছবিটি এডিটেড

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি এডিটেড বা সম্পাদিত। আসল ছবিতে থাকা নারী হলেন সৌমেন্দুর নব বিবাহিতা স্ত্রী যাঁর মুখ সরিয়ে ওই মহিলার মুখ জুড়ে দেওয়া হয়েছে। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 08 Mar 2025,
  • अपडेटेड 10:55 AM IST

বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের কামরায় এক মুসলিম প্রৌঢ়কে মারধর করছেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, ওই ব্যক্তি গোপনে তাঁর ভিডিও রেকর্ড করছিলেন। 

এই গোটা বিতর্কে কার্যত দু'ভাগ হয়ে গিয়েছে সমাজ। একদিকে যখন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা ওই মহিলাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধুবাদ জানাচ্ছেন। অপরদিকে মুসলিম সমাজের দাবি যে ওই প্রৌঢ় প্রযুক্তিগতভাবে ততটা সরগড় নন এবং আপত্তিকর কোনও কাজ তিনি করেননি। ধর্মীয় বিদ্বেষের কারণের তাঁকে হেনস্থা হতে হয়েছে।  

এই তরজার মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখা যাচ্ছে। এই ছবির একপাশে শুভেন্দু ও অপরপাশে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে দেখতে পাওয়া যাচ্ছে। তাঁদের মাঝে এক মহিলাও দাঁড়িয়ে রয়েছেন। তিনিই নাকি সেই মহিলা যিনি ওই মুসলিম ব্যক্তিকে মারধর করেছিলেন বলে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন। সেই সঙ্গে পোস্ট শেয়ার করা নেটিজেনদের বক্তব্য, এর থেকেই প্রমাণ হয় ওই তরুণীর শুভেন্দু, বিজেপি এবং আরএসএস-র সঙ্গে যোগসাজশ রয়েছে। ওই মহিলার নিরাপত্তার কথা মাথায় রেখে এই প্রতিবেদনে তাঁর নাম প্রকাশ করা হচ্ছে না। 

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি এডিটেড বা সম্পাদিত। আসল ছবিতে থাকা নারী হলেন সৌমেন্দুর নব বিবাহিতা স্ত্রী যাঁর মুখ সরিয়ে ওই মহিলার মুখ জুড়ে দেওয়া হয়েছে। 

যেভাবে জানা গেল সত্যি

ভাইরাল ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ছবি আমরা পশ্চিমবঙ্গ বিজেপি নেতা অনুপম মল্লিকের 'এক্স' (সাবের টুইটার) হ্যান্ডেলে দেখতে পাই। গত ৬ মার্চ, বৃহস্পতিবার তিনি এই ছবিগুলি পোস্ট করেছিলেন। অনুপম মল্লিক নিজের পরিচয়ে লিখেছেন যে তিনি রাজ্য বিজেপি এক্সিকিউটিভ সেলের সদস্য এবং তমলুক লোকসভা কেন্দ্রের ইন-চার্জ। 

Advertisement

তিনি শুভেন্দু অধিকারীর ভাই, সাংসদ সৌমেন্দু অধিকারীর বিয়ে পরবর্তী বৌভাত অর্থাৎ প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে চারটি ছবি পোস্ট করেছিলেন যার মধ্যে এই ছবিও ছিল একটি। তবে সেখানে শুভেন্দু ও সৌমেন্দুর মাঝে ওই বিতর্কিত তরুণীকে নয়, বরং সৌমেন্দুর নব্য বিবাহিতা স্ত্রী'কে দেখা যাচ্ছিল। 

উভয় ছবি একসঙ্গে তিনি তুলনা করলে স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ছবিটি সম্পাদিত অর্থাৎ এডিটেড। সৌমেন্দুর স্ত্রী'র মুখ সরিয়ে এখানে ওই তরুণীর মুখ বসিয়ে দেওয়া হয়েছে যাতে মনে হয় শুভেন্দু বা বিজেপি ও আরএসএস-র সঙ্গে ওই তরুণীর কোনও যোগসূত্র রয়েছে। যদিও বিজেপি, আরএসএস বা শুভেন্দুর সঙ্গে ওই তরুণীর কোনও আগাম পরিচয় বা যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়টি এই প্রতিবেদনে যাচাই করা হয়নি। 

সৌমেন্দুর স্ত্রী কে? 

কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা দ্য ওয়ালইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একাধিক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারি, বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর স্ত্রী'র নাম সোনাক্ষী অধিকারী। সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারী। গত সোমবার অধিকারীদের বাড়িতেই ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে, একটি এডিটেড ও সম্পাদিত ছবি ছড়িয়ে মিথ্যা দাবি করা হচ্ছে যে শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীর পাশে ওই বিতর্কিত তরুণীকে দেখতে পাওয়া গিয়েছে। 
 

Fact Check

Claim

ছবিতে দেখা যাচ্ছে মুসলিম প্রৌঢ়কে ট্রেনে মারধর করা তরুণীর পাশে শুভেন্দু ও সৌমেন্দু অধিকারী। 

Conclusion

ভাইরাল ছবিটি এডিটেড বা সম্পাদিত। আসল ছবিতে সৌমেন্দুর নব্য বিবাহিত স্ত্রী'কে দেখতে পাওয়া যাচ্ছিল। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement