Advertisement

ফ্যাক্ট চেক: এটা ইসরোর প্রকাশ করা চাঁদের দক্ষিণ মেরুর উপরিভাগের ভিডিয়ো নয়, বরং একটি থ্রি-ডি অ্যানিমেশন

ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, ভাইরাল এই ভিডিয়োটি একটি থ্রি-ডি অ্যানিমেশন। বিক্রম এমন কোনও ভিডিয়ো পাঠায়নি এবং ইসরো তা প্রকাশও করেনি।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 27 Aug 2023,
  • अपडेटेड 4:29 PM IST

Fact Check

Claim

ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় তোলা চাঁদের দক্ষিণ মেরুর উপরিভাগের ভিডিয়ো এবং ইসরো সেটা প্রকাশ করেছে।

Conclusion

ভাইরাল এই ভিডিয়োটি একটি থ্রি-ডি অ্যানিমেশন। বিক্রম এমন কোনও ভিডিয়ো পাঠায়নি এবং ইসরো তা প্রকাশও করেনি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement