ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, ভাইরাল এই ভিডিয়োটি একটি থ্রি-ডি অ্যানিমেশন। বিক্রম এমন কোনও ভিডিয়ো পাঠায়নি এবং ইসরো তা প্রকাশও করেনি।