ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় তোলা চাঁদের দক্ষিণ মেরুর উপরিভাগের ভিডিয়ো এবং ইসরো সেটা প্রকাশ করেছে।
ভাইরাল এই ভিডিয়োটি একটি থ্রি-ডি অ্যানিমেশন। বিক্রম এমন কোনও ভিডিয়ো পাঠায়নি এবং ইসরো তা প্রকাশও করেনি।