আর কিছুদিন, তারপরেই কয়েক শতকের অপেক্ষার অবসান হবে। ২২ জানুয়ারি খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো। যাতে একটি মন্দিরের ড্রোন ভিউ বা এরিয়াল ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে সেটাকে অযোধ্যার রাম মন্দির বলে দাবি করা হয়েছে।
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, উক্ত ভিডিয়োটি অযোধ্যার রাম মন্দিরের নয়। বরং সেটি বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিয়ো।
কীভাবে এগলো অনুসন্ধান?
ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে vikasmittal913 নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, গত ২৯ ডিসেম্বর একই ভিডিয়ো আপলোড হয়েছে দেখতে পাই। ওই ভিডিয়োটিকে 'প্রেম মন্দির' বলে উল্লেখ করা হয়েছে।
সেই সূত্রে ধরে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির সম্পর্কে জানতে পারি। Indian Reels নামের ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভ্লগও দেখতে পাই।
Ravi N Jha | Drone Munda নামের আরও একটি ইউটিউব চ্যানেলে প্রেম মন্দিরের ড্রোন ভিউ দেখতে পাই। সেই ভিডিয়োতে দেখতে পাওয়া আশপাশের দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিয়োর বহু মিল পাওয়া যায়।
এরপর নিশ্চিত হওয়ার জন্য আমরা Google Map-এর সাহায্য নিই এবং ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া আশপাশের দৃশ্যের সঙ্গে গুগল ম্যাপের ভিউয়ের মিল খুঁজে পাই।
দু'ক্ষেত্রেই মূল মন্দিরের পিছনে আরও একটি মন্দির দেখতে পাওয়া যায়। মূল মন্দিরের পিছনের ডান কোণে গম্বুজাকৃতির আরও একটি মন্দির রয়েছে এবং একদম ডানদিকে একটি ফোয়ারা রয়েছে।
সুতরাং এখন এটা প্রমাণিত যে, উক্ত ভিডিয়োটি অযোধ্যার রাম মন্দিরের নয়। বরং সেটি বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিয়ো।
ভিডিয়োটি পোস্ট করে সেটাকে অযোধ্যার রাম মন্দির বলে দাবি করা হয়েছে।
ভিডিয়োটি অযোধ্যার রাম মন্দিরের নয়। বরং সেটি বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিয়ো।