Advertisement

ফ্যাক্ট চেক: যুদ্ধবিমান-সহ এই মহিলা পাইলটের ভিডিও সোফিয়া কুরেশির নয়, জানুন আসল পরিচয়

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই মহিলা পাইলট সোফিয়া কুরেশি নন বরং মার্কিন বায়ুসেনার এক পাইলট। সোফিয়া বায়ুসেনার অংশ নন, তিনি স্থলসেনাবাহিনী কর্নেল পদে রয়েছেন। 

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 08 May 2025,
  • अपडेटेड 11:01 AM IST

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পর হওয়া সরকারি সাংবাদিক বৈঠকের পর আলোচনায় উঠে এসেছেন  ভারতীয় সেনাবাহিনীর দুই নারী। সোফিয়া কুরেশি এবং ভ্যোমিকা সিং। সেই সূত্রে এক মহিলা পাইলটের এক যুদ্ধবিমান ওড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। 

এই ভিডিওতে এক মহিলা পাইলটকে একটি অত্যাধুনিক যুদ্ধবিমানে চেপে সেই বিমান ওড়াতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে অনেকেই দাবি করছেন, এই মহিলা পাইলট হলেন সোফিয়া কুরেশি, যিনি অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "অপারেশন সিঁদুরের কর্ণেল সোফিয়া কুরেশী।ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ"

আরও পড়ুন

একই ভিডিও শেয়ার করে কেউ আবার লিখেছেন, "এই সেই সোফিয়া কোরেসি যাঁর নেতৃত্বে পেহেলগামের বুলেটে সিঁতির সিঁদুরের প্রতিশোধে লন্ড-ভন্ড  জ./ঙ্গি/.দে/র আস্তানা।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই মহিলা পাইলট সোফিয়া কুরেশি নন বরং মার্কিন বায়ুসেনার এক পাইলট। সোফিয়া বায়ুসেনার অংশ নন, তিনি স্থলসেনাবাহিনী কর্নেল পদে রয়েছেন। 

সত্য উন্মোচন হলো যেভাবে

কীওয়ার্ড সার্চের মাধ্যমে একাধিক সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত সাংবাদিক বৈঠকের বিদেশসচিব বিক্রম মিশ্রির পাশাপাশি উপস্থিত ছিলেন বায়ুসেনার উইং কমান্ডার ভ্যোমিকা সিং ও সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার সোফিয়া কুরেশি। যা থেকে পরিষ্কার হয়ে যায় সোফিয়া বায়ুসেনার অংশ নন, বরং তিনি স্থলসেনায় রয়েছেন। 

ভিডিওতে থাকা মহিলা পাইলট কে?

ভিডিওতে থাকা মহিলা পাইলটের পরিচয় জানতে সবার প্রথম ভাইরাল ক্লিপ থেকে স্ক্রিনশট সংগ্রহ করে গুগল লেন্সে সার্চ করা হলে, ওই একই ভিডিও পাওয়া যায় spencerhughes2255 নামে একটি ইউটিউব চ্যানেলে। 

২০২১ সালের ২০ সেপ্টেম্বর প্রকাশিত হওয়া এই ভিডিও-র ক্যাপশনে লেখা হয়, এটি রেনো এয়ার রেসের অংশ যেখানে অত্যাধুনিক এফ৩৫এ যুদ্ধবিমানের মহড়া চলছিল।

Advertisement

ভিডিওর বিবরণ থেকে জানা যায়, পাইলটের আসনে থাকা মহিলার নাম মেজর ক্রিস্টিন 'বিও' উলফি। রেনো এয়ার রেস এবং মেজর ক্রিস্টিনের বিষয়ে কীওয়ার্ড সার্চ করে ইউটিউবে আরও অন্যান্য ভিডিও পাওয়া যায় যেখানে ওই একই মহিলা পাইলটকে এফ৩৫এ বিমানের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে শোনা যায়। রেনো এয়ার রেস প্রতি বছর আমেরিকার নেভাডা রাজ্যে হয়ে থাকে। 

এরপর মেজর ক্রিস্টিন 'বিও' উলফি সম্পর্কে কিওয়ার্ড সার্চ করা হলে তাঁর বায়ো মার্কিন বায়ুসেনা ভিত্তিক ওয়েবসাইটে পাওয়া যায়। যুদ্ধবিমানে বসা তাঁর ছবির সঙ্গে এই ছবির তুলনা করলে পরিষ্কার হয়ে যায় যে উক্ত ভিডিওটির সঙ্গে কর্নেল সোফিয়া কুরেশির কোনও সম্পর্ক নেই। 

অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে মার্কিন বায়ুসেনার এক পাইলটের ভিডিওকে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশির ভিডিও দাবি করে শেয়ার করা হচ্ছে, যা মিথ্যা ও বিভ্রান্তিকর। 
 

Fact Check

Claim

এই মহিলা পাইলট হলেন অপারেশন সিঁদুরের সদস্য কর্নেল সোফিয়া কুরেশি। 

Conclusion

এই মহিলা পাইলটের নাম মেজর ক্রিস্টিন 'বিও' উলফি। তিনি মার্কিন বায়ুসেনার সদস্য। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement