‘জেন-জি’দের বিক্ষোভের জেরে নেপালে পালা বদলের পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি মিছিল থেকে এক ব্যক্তিকে একটি পোস্টারে উঠে তাতে লাগানো সবুজ পতাকা খুলতে এবং তার পরবির্তে সেখানে একটি গেরুয়া পতাকা লাগাতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, নেপালে বিক্ষোভকারী হিন্দুরা মুসলিমদের সবুজ রঙের ধর্মীয় পতাকা খুলে তার পরিবর্তে সেখানে গেরুয়া পতাকা লাগিয়েছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “নেপালের সমস্ত জায়গায় বিধর্মী সবুজ ঝান্ডা খুলে ধর্মীয় গেরুয়া ঝান্ডা লাগানো হচ্ছে...🧡🚩 নেপাল ধীরে ধীরে হিন্দু রাষ্ট্রের দিকে ক্রমর্শ এগিয়ে চলেছে...” (সব বানান অপরিবর্তিত) পাশাপাশি, অনেকে এক্স হ্যান্ডেলে হিন্দিতে এই একই দাবি-সহ ভিডিওটির একটি বর্ধিত ফ্রেম শেয়ার করেছেন।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি নেপালের নয়, বরং এটি কর্ণাটকের মাদ্দুরের দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কন্নড় সংবাদমাধ্য Prajanudi Digital-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পাওয়া যায়। অন্য ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তোলা সেই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। সেখানে এক ব্যক্তিকে একইভাবে একই স্থান থেকে সবুজ পতাকা খুলে সেখানে গেরুয়া পতাকা লাগাতে দেখা যাচ্ছে। যদিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিতে ভিডিওটি কোথাকার সেই সংক্রান্ত কোনও তথ্য প্রদান করা হয়নি। তবে এর ক্যাপশনটি ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা সেখানে ‘কর্ণাটক’, ‘মাদ্দুর’ এবং ‘গণপতি বিসর্জন’এর মতো হ্যাশট্যাগগুলি দেখতে পাই।
এরপর এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে চলতি বছরের ৯ সেপ্টেম্বর Muslim Mirror নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাইরাল ভিডিও-র ভিন্ন অ্যাঙ্গেল থেকে তালো একটি ক্লিপ পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, ৮ সেপ্টেম্বর কর্ণাটকের মাদ্দুরে শত শত হিন্দুত্ববাদী কর্মীরা নরসিংহ স্বামী মন্দির থেকে মিছিল করে স্থানীয় একটি মসজিদে পৌঁছায়। এরপর হিংস্রভাবে সেখানে লাগানো একটি ইসলামিক পতাকা খুলে ফেলে তার জায়গায় একটি গেরুয়া পতাকা লাগিয়ে দেয়।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে গুগল স্ট্রিট ভিউতে স্থানটি অনুসন্ধান চালালে কর্ণাটকের মাদ্দুরের প্রধান রাস্তার পাশে ভাইরাল ভিডিওর হুবহু অবস্থানটি খুঁজে পাওয়া যায়। গুগল স্ট্রিট ভিউটি নীচে দেখা যাবে।
এখানে উল্লেখ্য, চলতি বছরের ৭ সেপ্টেম্বর কর্ণাটকের মাদ্দুরের তামিল কলোনি থেকে গণেশ বিসর্জনের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি যখন মাদ্দুরের রাম রহিম নগর দিয়ে যাচ্ছিল সেই সময় শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। যার ফলে ঘটনাস্থলে হিংসা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের সক্রিয়তায় পরিস্থিতি দ্রুতে নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনার পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর সংঘ পরিবারের সদস্যরা এই ঘটনার প্রতিবাদে মাদ্দুরে একটি বিক্ষোভ মিছিল বার করে।
এর থেকে প্রমাণ হয় যে, নেপালের হিন্দুরা মুসলিমদের ধর্মীয় পতাকা খুলে দিচ্ছে দাবিতে শেয়ার করা হচ্ছে কর্ণাটকের মাদ্দুরের ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, নেপালে বিক্ষোভকারী হিন্দুরা মুসলিমদের সবুজ রঙের ধর্মীয় পতাকা খুলে তার পরিবর্তে সেখানে গেরুয়া পতাকা লাগিয়েছে।
ভাইরাল ভিডিওটি নেপালের নয়, বরং এটি ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কর্ণাটকের মাদ্দুরের ঘটনা।