Advertisement

ফ্যাক্ট চেক- প্রধানমন্ত্রীর সাংবাদিকদের সঙ্গে কথা বলার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

আসল ভিডিওকে বিকৃত করে ভিত্তিহীন দাবির সঙ্গে চালানো হলো ফেসবুকে

PM Modi cover
Chayan Kundu
  • কলকাতা ,
  • 08 May 2022,
  • अपडेटेड 2:46 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সেখানে তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। ফেসবুকে ভিডিওটি পোস্ট করে অনেক ব্যবহারকারী লিখেছেন যে প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।  

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল এই ভিডিওটি আসলে সম্পাদিত। ভিডিওটির গতি মন্থর করা হয়েছে যাতে প্রধানমন্ত্রীর কথাগুলি বিকৃত লাগে শুনতে।  আসল ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে স্বাভাবিকভাবে কথা বলতে শোনা যাচ্ছে। 

ভাইরাল পোস্টটিকে আর্কাইভ করা হয়েছে এখানে । 

ইন্টারনেটে খুঁজে আমরা দেখতে পাই প্রধানমন্ত্রীর আসল ভিডিওটি অনেকেই সমাজ মাধ্যমে পোস্ট  করেছেন।  

"দ্য লাল্লনটপ" ইউটিউব চ্যানেলে একটি খবরের অনুষ্ঠানে আমরা আসল ভিডিওটি খুঁজে পাই। ভিডিওটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরে জার্মানিতে থাকার সময়কার। এখানে তাকে স্বাভাবিক ভাবে কথা বলতে শোনা যাচ্ছে। ভাইরাল ভিডিওটি ২৬ সেকেন্ডের অথচ আসল ভিডিওটি মাত্র ২০ সেকেন্ডের।  এই তারতম্য থেকে স্পষ্ট , ভাইরাল ভিডিওটি  সম্পাদিত। 

সুতরাং , প্রধানমন্ত্রীর ভিডিওকে সম্পদিত করে বিকৃত রূপ দিয়ে ভিত্তিহীন দাবির সঙ্গে ভাইরাল করা হয়েছে ফেসবুকে। 
  

ফ্যাক্ট চেক

দাবি

প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

ফলাফল

ভাইরাল এই ভিডিওটি আসলে সম্পাদিত। ভিডিওটির গতি মন্থর করা হয়েছে যাতে প্রধানমন্ত্রীর কথাগুলি বিকৃত লাগে শুনতে। আসল ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে স্বাভাবিকভাবে কথা বলতে শোনা যাচ্ছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement