Advertisement

ফ্যাক্ট চেক- মায়ানমার নয়, ভাইরাল ভিডিওটি সিরিয়ার

সিরিয়ার পুরোনো হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা মায়ানমারের বলে চালানো হলো

cover
Chayan Kundu
  • কলকাতা ,
  • 05 Sep 2022,
  • अपडेटेड 9:08 PM IST

হেলিকপ্টার ভেঙে পড়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে  ভিডিওটি মায়ানমারের। 

ভাইরাল ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যেভাবে ভূপাতিত হলো"। 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল ভিডিওটি মায়ানমারের নয়। এটি একটি সিরিয়ান সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার ভিডিও।

ভাইরাল ভিডিওটির থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজের সাহায্যে আমরা ভিডিওটির হদিশ খুঁজে পাই।  

ভিডিওটি আমরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের ইউটিউব চ্যানেলে খুঁজে পাই। ২০২০ সালে ১১ ই ফেব্রুয়ারী আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা "ইদলিবে বিদ্রোহীদের গুলিতে সিরিয়ার হেলিকপ্টার ভূপাতিত হয়েছে"। 

ভিডিওটির বিস্তারিত বিবরণী অনুযায়ী, সিরিয়ার বিমান বাহিনীর একটি হেলিকপ্টারকে পূর্ব ইদলিবের নায়রাব এলাকায় বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র দ্বারা গুলি করে ভূপাতিত করে। 

এম্বেড /


আমরা এই সূত্র ধরে কী ওয়ার্ডস সার্চের সাহায্যে এই ঘটনার ওপর প্রকাশিত বেশ কিছু নিউজ রিপোর্ট খুঁজে পাই।  এই সব প্রতিবেদন মোতাবেক, এই ঘটনার আগে সিরিয়া সরকার তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়েছিল। এরপরই বিদ্রোহীরা উত্তর সিরিয়ায় একটি সিরিয়ান সামরিক হেলিকপ্টারকে গুলি করে বিধ্বস্ত করে।  ভেঙে পড়া হেলিকপ্টারে সমস্ত যাত্রীই প্রাণ হারান। 

আমরা সম্প্রতি মায়ানমারে এমন কোনো সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ার খবর খুঁজে পাই নি।  তাই নিশ্চিত করে বলা যায়, সিরিয়ার পুরোনো হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা মায়ানমারের বলে চালানো হলো। 
 

 

Advertisement

ফ্যাক্ট চেক

দাবি

হেলিকপ্টার ভেঙে পড়ার ভিডিওটি মায়ানমারের।

ফলাফল

ভাইরাল ভিডিওটি মায়ানমারের নয়। এটি একটি সিরিয়ান সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার ভিডিও।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement