Advertisement

ফ্যাক্ট চেক: তামিম ইকবালকে আসন্ন আইপিএলে খেলার জন্য বিরাট ও রোহিতের অফার! 

তামিম ইকবালকে আইপিএল খেলার জন্য় অফার দিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 13 Mar 2024,
  • अपडेटेड 1:28 PM IST

গত ক্রিকেট বিশ্বকাপে খেলা নিয়ে একে অপরের বিরুদ্ধে বিতর্কে জড়িয়ে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তার পর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তামিম। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টের কারণে ফের একবার খবরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই সব ভিডিওতে দাবি করা হচ্ছে, তামিম ইকবালকে আইপিএল খেলার জন্য় অফার দিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেখানে বলা হচ্ছে, তামিমকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার জন্য ১৩ কোটি টাকা অফার করেছেন বিরাট। অন্য়ত্র দাবি করা হয়েছে, তামিমকে আইপিএলে খেলার জন্য় ১০ কোটি টাকা দিতে রাজি হয়েছেন রোহিত। তবে তামিম ১৩ কোটি টাকা চেয়েছেন।

যেমন, মোঃ হুমায়ুন কবির নামক এক ফেসবুক ব্যবহারকারী তামিম ইকবলের সঙ্গে বিরাট কোহলির একটি সাক্ষাৎকার পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, “লাইভে তামিমকে সরাসরি কোহলির অফার |১৩ কোটিতে রাজি খান সাহেব খেলবেন বেঙ্গালুরুর হয়ে তামিম ইকবাল।”

আরও পড়ুন

অপরদিকে এমএস স্পোর্টস নামক একটি ফেসবুক পেজ একই ধরনের পোস্ট করেছে। তবে সেখানে তারা তামিম ইকবালের সঙ্গে রোহিত শর্মার একটি সাক্ষাৎকার পোস্ট করে লিখেছে, “IPL-এ তামিমকে সরাসরি রহিতের অফার! ১০ কোটি নয়, ১৩ কোটি দিলে খেলবেন খান সাহেব। Tamim Iqbal | IPL 2024।” (সকল ক্যাপশনের বানান অপরিবর্তিত) 

 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিয়োর ক্য়াপশনে লেখা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তামিম ইকবলকে আইপিএলে খেলার জন্য় এমন কোনও অফার করেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা।

যেভাবে জানা গেল সত্য

প্রথমত, আইপিএলে কোনও ক্রিকেটারকে খেলার জন্য অপর ক্রিকেটার অফার করেন না। বরং, ফ্রানঞ্চাইজিগুলি নিলামের মাধ্যমে নিজেদের পছন্দসই ক্রিকেটারকে তুলে নেয়। ফলে, এই দাবিটি যে বিভ্রান্তিকর তা শুরুতেই আন্দাজ করা যায়। 

Advertisement

তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয় তামিম ইকবালকে আইপিএলে খেলার জন্য বিরাট ও রোহিত কোনও অফার বা আমন্ত্রণ দিয়ে থাকেন, তা বলে সেই বিষয়টি নির্ভরযোগ্য কোনও সংবাদ মাধ্যামে অবশ্যই খবর হিসাবে প্রকাশিত হতো। কিন্তু নানা ভাষায় কিওয়ার্ড সার্চ করে আমরা কোনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যামের প্রতিবেদন খুঁজে পাইনি। 

তবে কিওয়ার্ড সার্চ করার সময় আমরা তামিম ইকবলের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এই দুটি সাক্ষাৎকারের ভিডিওই খুঁজে পাই। যেখানে ২০২০ সালের ১৫ মে রোহিত শর্মার সঙ্গে ও ১৮ মে বিরাট কোহলির সঙ্গে দুটি লাইভ স্ট্রিম করেন তামিম ইকবাল। এই ভিডিওগুলি দেখলেই পরিষ্কার হয়ে যায় যে এখান থেকে অংশবিশেষ কেটে নিয়ে মিথ্যে দাবি-সহ ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

আমরা দুটি সাক্ষাৎকারই পর্যবেক্ষণ করে দেখি। উভয় সাক্ষাৎকারের শুরুতেই কোহলি ও রোহিতের সঙ্গে কুশল বিনিময় করেন তামিম। তারপরে নিজেদের পরিবার এবং ভারত-বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে তাদের কথা বলতে দেখা যায়। পাশাপাশি ক্রিকেট খেলা নিয়েও তাঁদেরকে কথা বলতে দেখা যায়। তবে ভাইরাল পোস্টের দাবি মতো আইপিএল বা তামিম ইকবালকে আইপিএলে খেলার জন্য অফার দেওয়া সংক্রান্ত কোনও বিষয় কাউকেই আলোচনা করতে দেখা যায়নি। 

এর থেকেই প্রমাণিত হয় যে প্রায় চার বছর আগেকার পৃথক দুটি ভিডিও মিথ্যে দাবিতে বিভ্রান্তি ছড়াতে ব্যবহার করা হচ্ছে।

Fact Check

Claim

তামিমকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার জন্য ১৩ কোটি টাকা অফার করেছেন বিরাট। অন্য়দিকে তামিমকে আইপিএলে খেলার জন্য় ১০ কোটি টাকা দিতে রাজি হয়েছেন রোহিত।

Conclusion

দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তামিম ইকবলকে আইপিএলে খেলার জন্য় এমন কোনও অফার করেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement