Advertisement

ফ্যাক্ট চেক: মহম্মদ সেলিমকে উদ্ধৃত করে পশ্চিমবঙ্গে মুসলিমদের দল তৈরি করার উক্তিটি ভিত্তিহীন

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল হওয়া উক্তিটি মনগড়া। মহম্মদ সেলিমের এই ধরনের মন্তব্যের কোনও প্রমাণ নেই। তিনি নিজেও এই বিষয়ে নিজের রাজনৈতিক অবস্থান বহুবার স্পষ্ট করেছেন।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 26 Aug 2025,
  • अपडेटेड 4:26 PM IST

পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্ধৃত করে একটি উক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তথাকথিত এই উক্তিটি একটি ফটোকার্ডের আকারে ফেসবুকে প্রচার করা হচ্ছে। যেখানে দাবি করা হয়েছে যে, সেলিম নাকি বলেছেন সকল রাজনৈতিক দলের মুসলিম নেতারা মিলে একটি দল গঠন করবে যা আগামীতে পশ্চিমবঙ্গকে শাসন করবে।

এই ফটোকার্ডে মহম্মদ সেলিমকে উদ্ধৃত করে যে উক্তি তুলে ধরা হয়েছে তা অনুরূপ, “একদিন, পশ্চিমবঙ্গের সবকটি দলের মুসলিম নেতারা মিলে একটি দল গঠন করবে এবং সে দল রাজ্য শাসন করবে। মুসলিম হবে শাসক, আর হিন্দু হবে শাসিত।-মহ: সেলিম, সিপিআইএম রাজ্য সম্পাদক।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল হওয়া উক্তিটি মনগড়া। মহম্মদ সেলিমের এই ধরনের মন্তব্যের কোনও প্রমাণ নেই। তিনি নিজেও এই বিষয়ে নিজের রাজনৈতিক অবস্থান বহুবার স্পষ্ট করেছেন।

আরও পড়ুন

সত্য উদঘাটন হলো যেভাবে

যদি সিপিআইএমের রাজ্য সম্পাদক সকল মুসলিম নেতা মিলে কোনও মুসলিম প্রধান দল গঠনের কথা, এবং পরবর্তীকালে সেই দল দ্বারা পশ্চিমবঙ্গ শাসন করার কথা বলতেন, তবে সেই নিয়ে কোনও না কোনও প্রথম সারির সংবাদ মাধ্যমে অবশ্যই খবর প্রকাশ পেতো। কিন্তু নানা ভাষায় কিওয়ার্ড সার্চের সাহায্যে মহম্মদ সেলিম দ্বারা এমন কোনও উক্তির বিষয় প্রমাণ-স্বরূপ কোনও খবর পাওয়া যায়নি।

এই উক্তিটি নিয়ে কিওয়ার্ড সার্চ করা হলে এর পরবর্তী ধাপে দেখা যায়, গত মে মাসের ৩১ তারিখ এই একই উক্তিটি বেশ কিছু ডানপন্থী ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছিল। যদিও সেখানে কোথাও এমন লেখা হয়নি যে বক্তব্যটি মহম্মদ সেলিম বা কোনও রাজনৈতিক নেতার। বরং সেই ব্যবহারকারীরা একে নিজের বক্তব্য হিসেবেই প্রচার করছিলেন। এর থেকে আন্দাজ পাওয়া যায় ভাইরাল উক্তিটি সূত্রপাত এই সকল পোস্ট থেকেই হয়ে থাকতে পারে।

Advertisement

এরপর আমরা খোঁজার চেষ্টা করি যে ধর্মীয় রাজনীতি নিয়ে সাম্প্রতিক সময় মহম্মদ সেলিম সাম্প্রতিক সময়ে কোনও বক্তব্য রেখেছেন কিনা। এই বিষয়ে সার্চ করা হলে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি মহম্মদ সেলিমের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেখানে সিপিআইএমের রাজ্য সম্পাদকের কিছু বক্তব্য তুলে ধরা হয়েছিল।

ফটোকার্ডটির ক্যাপশনে লেখা হয়েছিল, “ধর্ম নিয়ে যারা রাজনীতি করে আমরা তার বিরুদ্ধে, সংখ্যাগুরু বা সংখ্যালঘু, উভয়  সাম্প্রদায়িকতার বিরোধী সিপিআই(এম)।” সেই সঙ্গে ফটোকার্ডে সেলিমকে উদ্ধৃত করে লেখা হয়, “যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, আমরা তাদের বিরুদ্ধে। তারা সংখ্যাগুরু হতে পারে, তারা সংখ্যালঘুও হতে পারে। এই অবস্থান আমাদের বরাবরের, আজকে নতুন না।”

ভাইরাল হওয়া উক্তির বিষয়ে জানতে মহম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাষায় জানান যে, “সিপিআইএম ও বামপন্থীরা সবর্দাই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে। এই ধরনের ভুয়ো বক্তব্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিজেপি ও তৃণমূলের এই চেষ্টা সফল হবে না।”

অর্থাৎ, সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে একটি মনগড়া উক্তিকে মহম্মদ সেলিমের বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে, যার কোনও ভিত্তি নেই।

Fact Check

Claim

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন যে পশ্চিমবঙ্গের সকল মুসলিম নেতারা মিলে একটি দল গঠন করবে যা ভবিষ্যতে পশ্চিমবঙ্গ শাসন করবে।

Conclusion

মহম্মদ সেলিম এমন কোনও মন্তব্য করেননি। উক্তিটি মনগড়া।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement