ইতিমধ্য়ে মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি 'পাঠান'-এর নতুন গান 'বেশরম রং'। ফলে কিং খানের অনুরাগীদের মধ্যে উন্মাদনা তো ছিলই। তার মধ্যে বৃহস্পতিবার কলকাতায় 'বলিউডের বাদশা' আসায়, সেই উন্মাদনা আলাদা মাত্রা পায়।