Advertisement

ফ্যাক্ট চেক: ফের কলকাতায় পচা মুরগির মাংস বিক্রি? পুরনো ভিডিয়ো পোস্ট করে গুজব ছড়ানোর চেষ্টা

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োটি পাঁচ বছর পুরনো। সাম্প্রতিক সময়ে কলকাতা শহরে পচা মুরগির মাংস বিক্রির মতো কোনও বড় ঘটনা ঘটেনি।

ফের কলকাতায় পচা মুরগির মাংস বিক্রি? ৫ বছরের পুরনো ভিডিয়ো পোস্ট করে গুজব ছড়ানোর চেষ্টা
তনুজিৎ দাস
  • কলকাতা,
  • 25 Jul 2023,
  • अपडेटेड 10:58 AM IST

ফ্যাক্ট চেক

দাবি

এবিপি আনন্দে সম্প্রচারিত খবরের ভিডিয়ো পোস্ট করে দাবি করা হচ্ছে ফের শহরে রমরমিয়ে চলছে পচা মুরগির মাংসের ব্যবসা।

ফলাফল

সাম্প্রতিক সময়ে পচা মুরগি বিক্রির মতো কোনও ঘটনা শহর কলকাতা বা তার পার্শ্ববর্তী কোনও এলাকায় ঘটেনি। ফেসবুকে পোস্ট করা ভিডিয়োটি পাঁচ বছর পুরনো একটি ঘটনার।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের नंबर 73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement