
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যার মাধ্যমে দাবি করা হচ্ছে যে, বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে যাওয়া এক নেতাকে তাড়া করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল মানুষ কোনও এক নেতাকে ধরে একটি গেট দেওয়া চত্বর থেকে বের করে দিচ্ছে।
ভিডিওটি পোস্ট করে তার সঙ্গে লেখা হয়েছে, “বিহারে নির্বাচন, ভোট প্রচারে গিয়ে বিজেপির নেতাদের দেখুন কিভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপিকে সব জায়গা বিক্ষোভে মুখে পড়তে হচ্ছে।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি বর্তমানে নির্বাচনী প্রচারের সময়ের নয়। বরং ঘটনাটি ২০২৪ সালের। এক বছর আগেকার।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে সেখানে দেখা যায়, এর বাঁদিকে নিচে ‘VC-RASHTRIYA JANTA KHABAR’ লেখা রয়েছে। অর্থাৎ, এই ভিডিওটির কৃতিত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় জনতা খবর নামের কোনও চ্যানেলকে। এই নাম ধরে খোঁজা হলে ইউটিউবে একই নামে একটি চ্যানেল পাওয়া যায়।
এই চ্যানেলে যখন উক্ত ভিডিওটি খোঁজা হয় তখন ওই একই ভিডিও পাওয়া যায় যা ২০২৪ সালের ১৯ অক্টোবর আপলোড করা হয়েছিল। অর্থাৎ, বর্তমান সময় থেকে প্রায় বছরখানেক আগে। ভিডিও-র ক্যাপশনে লেখা হয়, “অমনৌরের বিজেপি বিধায়ক মন্টু সিংকে মহিলারা তাড়া করলেন।”
এই তথ্যের সাহায্যে আরও কিওয়ার্ড সার্চ করা হলে দেখা যায় ২০২৪ সালের ১৮ অক্টোবরও একই ভিডিও বেশ কিছু ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছিল। যেখানে উল্লেখ করা হয়, ছাপড়া অমনৌরের বিজেপি বিধায়ক মন্টু সিংকে ঘিরে তাঁরই বিধানসভা কেন্দ্রের এলাকাবাসীরা ব্যাপক ক্ষোভ দেখিয়েছেন। সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে ভিডিওটি গত এক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে এবং এর সঙ্গে বর্তমানে নির্বাচনী প্রচারের কোনও যোগ নেই।
ঘটনাচক্রে এ বছরেও অমনৌর বিধানসভা কেন্দ্র থেকে মন্টু সিং এনডিএ সমর্থিত বিজেপির প্রার্থী হয়েছেন। তাঁর সমর্থনে গতকাল, অর্থাৎ ২৩ অক্টোবর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একটি জনসভাও করেছেন।
তবে কিওয়ার্ড সার্চের মাধ্যমে এমন কোনও নির্ভরযোগ্য নিউজ রিপোর্ট পাওয়া যায়নি যেখানে উল্লেখ করা হয় যে নির্বাচনী প্রচারে তাঁর বিরুদ্ধে এই ধরনের কোনও বিক্ষোভ দেখানো হয়েছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে বিহারে নির্বাচনী প্রচারে যাওয়া বিজেপি নেতাকে কীভাবে তাড়া করা হচ্ছে।
ভিডিওটি ২০২৪ সালের অক্টোবর মাস থেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে। বর্তমানে নির্বাচনী প্রচারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।