Advertisement

ফ্যাক্ট চেক: পূর্ব বর্ধমানের মানকর জঙ্গলে বাঘের দেখা মেলেনি, ৫ বছর পুরনো ভিডিও ছড়াচ্ছে মিথ্যে দাবিতে

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখে যে ভাইরাল ভিডিওটি অন্তত পাঁচ বছর আগেকার এবং পশ্চিমবঙ্গের নয়। সবার প্রথম এই বাঘের ভিডিওটি অন্ধ্র প্রদেশে ধারণ করা হয়েছিল বলে নানা সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়।

ঋদ্ধীশ দত্ত
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 4:40 PM IST

পূর্ব বর্ধমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র মানকর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গেছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে যেখানে জঙ্গলের মধ্যে একটি পূর্ণ বয়স্ক বাঘকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে ক্যাপশনে লেখা হয়েছে, “মানকর জঙ্গলে বাঘ বেরিয়েছে তাই মানকর জঙ্গলে যে যাবে একটু সাবধানে যাবে।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখে যে ভাইরাল ভিডিওটি অন্তত পাঁচ বছর আগেকার এবং পশ্চিমবঙ্গের নয়। সবার প্রথম এই বাঘের ভিডিওটি অন্ধ্র প্রদেশে ধারণ করা হয়েছিল বলে নানা সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়।

আরও পড়ুন

সত্য উদঘাটন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তা গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও কুরনুল ডায়রিজ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায় যা ২০২০ সালের ৮ নভেম্বর পোস্ট করা হয়েছিল। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি সাম্প্রতি সময়ের নয়, বরং তা গত পাঁচ বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

ভিডিওতে থাকা ক্যাপশন অনুবাদ করে জানা যায় যে, অন্ধ্র প্রদেশের আলাগাড্ডা মন্ডল এলাকায় আহবিলাম যাওয়ার পথে এই বাঘটি দেখা গিয়েছিল। নান্দিয়াল টাইমস নামক ফেসবুক পেজ থেকেও ৮ নভেম্বর ভিডিওটি পোস্ট করে লেখা হয়ে যে আহবিলাম মাট্টামের কাছে এই বাঘটি দেখা গিয়েছিল।

এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে ইটিভি নিউজ তেলেগুর ওয়েবসাইটে ২০২০ সালের ৭ নভেম্বর প্রকাশিত একটি রিপোর্ট দেখা যায়। যেখানে উল্লেখ করা হয় যে, কুরনুল জেলার আহবিলামের নাল্লামালায় এই বাঘের হেঁটে বেড়ানোর দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর থেকে স্থানীয়রা ভয়ে তটস্থ হয়ে রয়েছেন।

তেলেগু সংবাদ চ্যানেল মাহা নিউজের একটি ভিডিও প্রতিবেদনেও এই খবরটি ২০২০ সালের ৮ নভেম্বর সম্প্রচারিত হয়েছিল। সেখানেও একে কুরনুল জেলার ঘটনা বলেই জানানো হয়।

Advertisement

২০২০ সালের ৬ নভেম্বর অন্ধ্র প্রদেশের আরও দুটি সংবাদ মাধ্যম, নান্দি পত্রিকা এবং দিশা ডেইলিতেও দুটি খবর পাওয়া যায় যেখানে বলা হয় আহবিলামের নাল্লামালা জঙ্গলে একটি বাঘ রাস্তার উপর গাড়ির সামনে চলে আসায় একটি দুর্ঘটনা ঘটে। এরপর বনদফতরের কর্মীরা সক্রিয় হন এবং বাঘটিকে উদ্ধারের চেষ্টায় নেমে পড়েন।

প্রসঙ্গত, এই ঘটনার বছরখানেক পর ২০২১ সালের অগস্ট মাসে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এই ভিডিওটি টুইটারে পোস্ট করে একে উত্তর প্রদেশের ঘটনা বলে লেখেন। এরপর থেকে একাধিক ভিন্ন দাবিতে ভিডিওটি নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

তবে ভিডিওটি কোনওভাবেই পূর্ব বর্ধমানের মানকরের নয়, তা বুঝতে বাকি থাকে না।

 

Fact Check

Claim

পূর্ব বর্ধমানের মানকরের জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছে।

Conclusion

ভাইরাল ভিডিওটি অন্তত পাঁচ বছর আগেকার এবং ২০২০ সালের নভেম্বর থেকে ইন্টারনেটে রয়েছে। এই বাঘটি অন্ধ্র প্রদেশের কুরনুল জেলার আহবিলামের নাল্লামালা এলাকায় দেখা যায় বলে সেই সময় নানা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  1. কাক: অর্ধসত্য
  2. একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  3. অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Do you think a messenge is a fake ?
To know the truth, send that to our Number73 7000 7000 you can email on factcheck@intoday.com
Read more!
Advertisement
Advertisement