গত ১৫ জানুয়ারি কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। ৫ ভারতীয়-সহ ৭২ জন সওয়ারি নিয়ে ভেঙে পড়ে বিমানটি। প্রায় সকলেরই মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিমানটির ধ্বংসাবশেষের একাধিক ভিডিয়ো এবং ছবি। যদিও ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, ভাইরাল ওই ছবি এবং ভিডিয়োর সঙ্গে নেপালে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনার কোনও যোগ নেই। সেগুলি কয়েক বছরের পুরনো।