Advertisement

Mojar Jokes: মদ্যপ অবস্থায় পুলিশের হাত থেকে কী ভাবে বাঁচবেন? উপায় বার করল টিটু

Banglai Mojar Jokes: আমরা যখন হাসি খুশি থাকি, তখন আমাদের মানসিক চাপ দূর হয় যা সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়। চিকিৎসা বিজ্ঞানের মতে, হাসি আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যার ফলে শান্তির ঘুম হয়, সেই সঙ্গে হাসি হার্টের পাম্পিং রেট ঠিক করতে সহায়ক।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2022,
  • अपडेटेड 4:58 PM IST
  • আমরা যখন হাসি খুশি থাকি, তখন আমাদের মানসিক চাপ দূর হয়
  • যা সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়
  • হাসি আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে

Banglai Mojar Jokes: ব্যস্ত থাকার কারণে এবং জীবনের ঝামেলার মধ্যে, মানুষ হাসতে ভুলে যায়, এই কারণে, বেশিরভাগ মানুষ খুব অল্প বয়সেই মানসিক চাপের শিকার হচ্ছেন। মানসিকভাবে সুস্থ থাকতে হলে হাসতে হবে, যার জন্য পড়তে পারেন মজার জোকস।

> মাতাল অবস্থায় ছবি তুলতে গেলেন টিটু। 
ফটোগ্রাফার- স্যার, আপনি কীসের জন্য ছবি তুলতে চান?
 টিটু - ড্রাইভিং লাইসেন্সের জন্য। 
ফটোগ্রাফার- এই মাতাল অবস্থায়?
 টিটু- হ্যাঁ, যাতে পুলিশ যখনই আমার গাড়ি থামায় তখনই মনে হয় আমার মুখটা এমন।

> একজন মহিলা তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন - আপনি কী এমন একজন পুরুষকে পছন্দ করবেন যার সমস্ত চুল সাদা ...
 যে চুলে রঙ লাগিয়ে তরুণ হওয়ার চেষ্টা করে? 
চার পা হাঁটার পর যার শ্বাসকষ্ট হয়। 
যে স্নান না করে টয়লেটে আধঘণ্টা কাটায়।
প্রতিবেশী- না, একেবারেই না, এমন মানুষ কে পছন্দ করবে? 
মহিলা- তাহলে তুমি আমার স্বামীর পিছনে কেন পড়ে আছ?

আরও পড়ুন

> স্ত্রী- তোমার শার্টে একটা চুলও নেই। 
স্বামী- তো কী হয়েছে? 
স্ত্রী - তাইলে সে কি টাকলি? 

> রমেশ টাকা না দিয়ে আধা কেজি জিলাপি খেয়ে চলে যাচ্ছিল,
 দোকানদার- দাদা  টাকা? 
রমেশ- নেই, 
দোকানদার রেগে ধাক্কা মারলেন...
কাপড় ঠিক করতে করতে রমেশ বললেন , ভাই, একই দামে আরও এক কেজি দাও।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement
Advertisement